জুমবাংলা ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ান হাইকমিশনার মো. শুহাদা ওথম্যান জানিয়েছেন, ২০২৬ সাল নাগাদ উচ্চশিক্ষা ও চিকিৎসার জন্য বিভিন্ন খাতে বাংলাদেশ থেকে তিন লাখ পর্যটক নিতে চায় মালয়েশিয়া।
বুধবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে ট্যুরিজম মালয়েশিয়া আয়োজিত এক সেমিনারে এই তথ্য জানান তিনি। হাইকমিশনার জানান, গেলো বছর মালয়েশিয়ার দেড় শতাধিক বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন দেশ থেকে অসংখ্য বিদেশি শিক্ষার্থী পড়তে গেছেন। সেই সঙ্গে উন্নত চিকিৎসার জন্যও দেশটিতে গেছেন অনেকে।
ট্যুরিজম মালয়েশিয়ার সিনিয়র সহকারী পরিচালক মুয়াজ সামাতসহ দেশটি থেকে আসা প্রতিনিধিরা জানান, মালয়েশিয়ায় চিকিৎসা ও পড়াশোনার মান অস্ট্রেলিয়া বা ইউরোপ-আমেরিকার চেয়ে কোনো অংশে কম না হলেও খরচ তুলনামূলক কম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।