আন্তর্জাতিক ডেস্ক : ভারত মালদ্বীপকে অনুদান সহায়তা দিতে বাজেটে ৭২ মিলিয়ন মার্কিন ডলার (এমভিআর ১ বিলিয়ন এমভিআর) বরাদ্দ দিয়েছে। ভারতের সংসদে জমা দেওয়া ২০২৪ সালের মার্চ থেকে ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত সম্ভাব্য রাজ্য বাজেটে বেশ কয়েকটি প্রতিবেশী দেশকে সহায়তা বরাদ্দ দেওয়া হয়।
ভারতের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, মালদ্বীপের জন্য ৬০ কোটি ভারতীয় রুপি বরাদ্দ হয়, যা ৭২ মিলিয়ন মার্কিন ডলারের সমতুল্য। এটি গত অর্থবছরের তুলনায় ২০ মিলিয়ন ডলার কম, যখন ভারত ৯২ মিলিয়ন ডলার বরাদ্দ দিয়েছিল।
এ বছর সবচেয়ে বড় সহায়তা প্যাকেজ ভুটানকে বরাদ্দ দিয়েছে, যার পরিমাণ ২৪৯ মিলিয়ন ডলার।
মালদ্বীপ ও ভারতের মধ্যে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে এবার এত কম আর্থিক সহায়তা এসেছে। মালদ্বীপের রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জু ক্ষমতা গ্রহণের পরপরই ভারতকে তার সৈন্য প্রত্যাহারের আহ্বান জানান। এছাড়া তার প্রথম রাষ্ট্রীয় সফরের জন্য ভারতের প্রতিদ্বন্দ্বী চীনকে বেছে নেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।