মালিকের গলায় হিন্দি গান শুনে ড্যান্স দিলো ছোট্ট টিয়া

হিন্দি গান

জুমবাংলা ডেস্ক : ইন্টারনেটের যুগে এখন অনেক ছবি, ভিডিও ভাইরাল হচ্ছে। যা দেখলে আপনার হুঁশ উড়ছে নিমেষে। সম্প্রতি এমনই একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যা দেখলে আপনি আকাশ থেকে পড়বেন। মনে হবে, সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী হিসেবে আপনি গর্বিত। দেখা যাচ্ছে, একটি টিয়া পাখি তাঁর মালিকের গলায় যমুনা গান শুনে ব্যপক নাচছে। সবথেকে আকর্ষণীয় বিষয় হল, তাঁর মালিক তাঁকেই জিজ্ঞাসা করছে সে কোন গানের সহিত নাচতে পিছন্দ করবে যখনই সে বলল ‘রং বরষে ভিগে চুনার ওয়ালি রং বরষে’।

হিন্দি গান

হ্যাঁ, এই গানের টিয়া পাখির কোমর দোলানো হার মানবে সুন্দরী যুবতীদেরও। মালিক যাই বলছে, মিতু, কি গান গাইবো, ‘রং বরষে ভিগে’, তখন মিতু উত্তরে বলে ‘হুম’। ব্যস মালিক গাইতে শুরু করলে, মিতুও কোমর দোলাতে শুরু করে। আবার জানেন কি, মিতু খালি গলায় না এক্কেবারে মাইক নিয়ে কথা বলছে। এই দৃশ্য যেন নেটদুনিয়ার ভাইরাল হওয়া এখনও পর্যন্ত সব ভিডিওকে বোল্ড-আউট করে দিয়েছে। আর এই তোতার নামই ‘মিতু’। আর এই তোতার নামেই এই ইউটিউব চ্যানেলটি গড়া হয়েছে। চ্যানেলটির নাম Mitu Tota। আর এই ভিডিওটিতে এখনও পর্যন্ত কয়েক হাজার পছন্দের সংখ্যা অতিক্রম করেছে।

আসলে পৃথিবীতে অনেক প্রজাতির পাখি আছে, যারা গান এবং কথা দুইই করতে পারে, তাদের মধ্যে একটি টিয়া। এই পাখি রীতিমতো পোষ্য। আর পৃথিবীর অন্যতম সুন্দর প্রাণী। একে যদি ঠিকমতো ট্রেনিং মানানো যায়, তাহলে মালিকের সব কথামতো কাজ করবে এই পাখি। তেমনি এবার এই পালিত টিয়ার কারসাজি দেখে তাজ্জব হয়ে গেলেন সবাই। আসলে এই সব ঘটনার সাক্ষী আপনি কেবলমাত্র সোশ্যাল মিডিয়ার সাহায্যেই হতে পারবেন, কারণ এগুলো নিজের চোখে খুব একটা দেখা যায়না।

খুব নিখুঁত হয় দৃশ্য হয় এগুলি, কারণ পশু পাখিরা চটজলদি লোকালয়ে নিজেদের ধরা দেয় না। আজকাল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা নিমেষেই গোটা দুনিয়ার সঙ্গে সহজেই সংযোগ স্থাপন করে নিচ্ছি। কখন কোথায় কি ঘটছে সবটাই আমরা জেনে যাচ্ছি সোশ্যাল মাধ্যমের দ্বারা।

YouTube video player

পাশাপাশি এখন মানুষের থেকে বেশি পশু-পাখিদেরও আজব আজব ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়! যা কিনা মানুষের থেকেও বেশি জনপ্রিয় হয়ে উঠছে! সাধারণত আমরা পশু-পাখিদের নানারকমের দৃশ্য দেখতে পাই, না খালি চোখে নয়, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। যা হয়তো আমরা সহজেই খালি চোখে দেখতে পারব না!