বিনোদন ডেস্ক : অর্জুন কপূর, মালাইকা অরোরা। বলিপাড়ার ‘লভ বার্ডস’। মালাইকার সঙ্গে সম্পর্কের রসায়নের কথা খোলসা করলেন অর্জুন।
অর্জুন কপূর, মালাইকা অরোরা। বলিপাড়ার অফস্ক্রিন জুটিদের মধ্যে অন্যতম। প্রথম দিকে সম্পর্ক নিয়ে লুকোছাপা থাকলেও এখন অর্জুনের একটাই মন্ত্র— ‘খুল্লম খুল্লা প্যায়ার করেঙ্গে হম দোনো।’
তাঁদের সম্পর্ক নিয়ে অনেকেই খুশি। কিন্তু ছোট থেকেই পারিবারিক নানা সমস্যার মধ্যে বড় হয়েছেন অভিনেতা। সেই একই সমস্যার মধ্যে মালাইকার ছেলে আরহান পড়ুক, তা তিনি মোটেই চান না।
মালাইকার জীবনে যেমন অর্জুন গুরুত্বপূর্ণ তেমনই গুরুত্বপূর্ণ তাঁর পরিবার এবং সন্তান। তা হলে মালাইকা, অর্জুন বিয়ে করছেন কবে?এই প্রশ্ন বিভিন্ন সময়ই উঠে আসে। কর্ণ জোহরের সঙ্গে আড্ডায় সেই প্রশ্নেরই উত্তর দিলেন নায়ক। অর্জুন বলেন, “আগে নিজের পায়ের নীচের মাটি শক্ত করতে চাই। তার পর বিয়ে। অর্থনৈতিক ভাবে সাফল্যের কথা বলছি না। কিন্তু পেশাদার হিসাবে নিজেকে প্রমাণ করতে চাই। আর নিজে খুশি না থাকলে সঙ্গীকেও খুশি রাখা সম্ভব নয়।”
আপাতত এখন কেরিয়ারেই মনোযোগ দিতে চান অভিনেতা। কয়েক দিন আগেই মুক্তি পেয়েছে ‘এক ভিলেন রিটার্নস’। ছবিটি বক্স অফিসে খুব একটা ভাল ফল করতে পারেনি। নিজেকে তাই আরও নতুন ভাবে দর্শকের সামনে তুলে ধরার চেষ্টায় অর্জুন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।