বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : দেশে সাইবার হামলার আশঙ্কা করেছে সরকারের সাইবার নিরাপত্তা সংস্থা বিজিডি ই-গভ সার্ট। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আশঙ্কার কথা জানিয়েছে সংস্থাটি।
সার্ট জানিয়েছে, সাইবার অপরাধীরা তথ্যাদির অপব্যবহার করে বড় ধরনের সাইবার আক্রমণের পরিকল্পনা করতে পারে। আইটি অবকাঠামো থেকে তথ্য চুরির ক্ষেত্রে ব্যবহূত ম্যালওয়ার সামগ্রিকভাবে ইনফো স্টেলার হিসেবে পরিচিত।
এ ধরনের ম্যালওয়ারসমূহের মূল লক্ষ্য হয়ে থাকে অবকাঠামোয় লগইনের তথ্য যেমন, ব্যবহারকারীর নাম, আইডি, পাসওয়ার্ড ও সংবেদনশীল তথ্য সংগ্রহ করা এবং ওই তথ্য সাইবার অপরাধীদের অবকাঠামোয় প্রেরণ করা।
সার্ট আরও জানিয়েছে, ব্যক্তি পর্যায়ে সংক্রমণের মাধ্যমে প্রতিষ্ঠানও এই ম্যালওয়ারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। সাম্প্রতিক সময়ে এ ধরনের ম্যালওয়ার সংক্রমণের মাধ্যমে একাধিক ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে আক্রান্ত হওয়ার আলামত পাওয়া যায়। এ ধরনের ঘটনা পরিক্রমা বিশ্লেষণ করে প্রতীয়মান হয়, দেশে অনুরূপ ম্যালওয়ারের অস্তিত্ব আশংকাজনক হারে বাড়ছে।
বিশ্বের সবচেয়ে ধনী পরিবারের যত সম্পদ, জানলে চোখ কপালে উঠবে আপনার
এই ম্যালওয়ারের আক্রমণ থেকে রক্ষা পেতে কোন সন্দেহজনক লিংকে ক্লিক না করা বা অচেনা প্রেরকের কাছ থেকে প্রাপ্ত ইমেইলের সংযুক্তির বিষয়ে বিশেষভাবে সচেতনতা অবলম্বন করা আবশ্যক। উক্ত বিষয়ে বিজিডি ই-গভ সার্টের ওয়েবসাইটে প্রকাশিত বিস্তারিত প্রতিবেদনে উল্লেখিত দিকনির্দেশাবলী অনুসরণপূর্বক যথাযথ পদক্ষেপ নেওয়ার অনুরোধ করা হল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।