আলোচিত মামা বাহিনীর প্রধান ‘মামা জাকির’ গ্রেপ্তার

Jakir

জুমবাংলা ডেস্ক : সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীবের কথিত ভাগনে মামা বাহিনীর প্রধান জাকির হোসেন ওরফে মামা জাকিরকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তাঁর বিরুদ্ধে সাতটি হত্যা মামলা রয়েছে।

Jakir

ডিবি উত্তরের যুগ্ম কমিশনার রবিউল হক ভূঁইয়া বলেন, জাকির সাভার থানায় করা মামলার আসামি। তাই তাঁকে ঢাকা জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

সাভার মডেল থানা সূত্রে জানা গেছে, জাকিরের বিরুদ্ধে জুলাই-আগস্টের আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় সাভার মডেল থানায় একাধিক হত্যা মামলাসহ কয়েকটি হত্যাচেষ্টা মামলা করা হয়। এর পর থেকেই তিনি আত্মগোপন চলে যান। এ ছাড়া জাকিরের বিরুদ্ধে মঞ্জরুল আলম রাজীবের নাম ভাঙিয়ে বিভিন্ন স্থানে চাঁদাবাজি, দখলদারিত্ব ও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের পদ বাণিজ্য, বিভিন্ন নির্বাচনে মনোনয়ন বাণিজ্য, টেন্ডার বাণিজ্যসহ বিভিন্ন অনিয়মের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।

সূত্র আরও জানায়, জাকিরই ছিলেন রাজীবের অর্থের মূল ভান্ডার। সংসার থেকে রাজনীতি রাজীবের সব কিছুই নিয়ন্ত্রণ করতেন তিনি। অথচ জাকির রাজীবের আপন বোনের কোনো ছেলে নন; দূরসম্পর্কের এক আত্মীয়ের ছেলে। ছোটবেলা থেকেই রাজীবদের বাসায় পালিত তিনি। জাকিরের বাড়ি আশুলিয়ার ইয়ারপুরে।