বিনোদন ডেস্ক : গত বছর ঠিক এরকম এক দিনে এক মন খারাপের খবর পেয়েছিলেন মানালী দে। মন ভেঙেছিল তাঁর। হারিয়েছিলেন তাঁর দাদুকে। দেখতে দেখতে এক বছর পার। দাদুর স্মৃতি আজও তাঁর মনে তরতাজা। দাদুকে নিয়ে করলেন পোস্ট। লিখলেন, “দাদু এটা কোরো না,দাদু এটা খেওনা,রোজ কিছু না কিছু নিয়ে ঝগড়া আমার সঙ্গে তার সঙ্গে আমার শাসন তো রয়েছে। এক বছর হয়ে গেল এখন আর কিছুই নেই….আমার আদর ভালোবাসা রইল তোমার জন্য….ভালো থেকো দাদু”। মা মারা যাওয়ার পর দাদুই ছিল তাঁর জগতের অন্যতম প্রধান। দাদুকে সন্তানের মতো আগলে রাখতেন মানালী। কিন্তু কিছুই তো আর চিরন্তন নয়। না চাইলেও যেতে যে দিতেই হয়।
গত বছর এই কঠিন সময় মানালি পাশে পান ইন্ডাস্ট্রিতে তাঁর সহকর্মীদের। অনেকেই ব্যক্তিগত ভাবে তাঁর দাদুকে চিনতেন। সে রকমইও একজন অভিনেত্রী অনিন্দিতা রায় চৌধুরী। প্রিয় বন্ধুর পাশে দাঁড়িয়ে তিনি লেখেন, “খুব কাছের কিছু মানুষ কে চিনি যাদের দেখেছি বাড়ির জন্য বাঁচতে, সারা দিন পাগলের মতো পরিশ্রম করে আলাদা করে একার জন্য না ভেবে বাড়ির লোক গুলোর সঙ্গে সময় কাটাতে, কোনো লোক দেখানো তারকা সূচক আদব কায়দা তে বিশ্বাস না করে জীবনের সময়ের সব টা বাড়ির লোক কে দিতে…তুই তাদের মধ্যে একজন মানালি।”
এখানেই না থেমে তিনি আরও লেখেন, “তোর মতো করে মানুষের পাশে থাকতে খুব কম লোক পারে, তোর থেকে সব সময় শিখি, তুই সাহসী। কাকিমা দাদু তোকে নিয়ে গর্ব করে, আমরা সবাই তোকে নিয়ে গর্ব করি। তোকে খুব ভালবাসি।” সেরকমটই যে করছেন মানালি। এই মুহূর্তে এক ধারাবাহিকের মুখ তিনি। ধারাবাহিকের নাম ‘কার কাছে কই মনের কথা’।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।