এবার গানের জগতে ‘টাপাটিনি গার্ল’ মনামী

মনামী ঘোষ

বিনোদন ডেস্ক : ‘টাপাটিনি গার্ল’। টলিউডে এটাই এখন তার নতুন পরিচয়। বছরের পর বছর গড়ায়, মনামী ঘোষের বয়স যেন আর বাড়ে না! অন্তত তেমনটাই মত অনুরাগীদের। বয়সকে তুড়ি মেরে উড়িয়ে তন্বী রূপ ধরে রাখা নায়িকা এ বার দেখা দিচ্ছেন নতুন ভূমিকায়।
মনামী ঘোষ
‘বেলাশুরু’র অভিনেত্রী লকডাউনে নিজের নতুন ইউটিউব চ্যানেল খুলেছিলেন। কখনও নাচ, কখনও কবিতা, কখনও বা গান। নিজেকে কোনও না কোনও ভাবে ব্যস্ত রেখেছিলেন শ্যুটিং-বিহীন অলস দিনগুলোয়। সঙ্গে অভিনয় তো ছিলই। এ বার ফের নতুন চমক নিয়ে হাজির এ নায়িকা। আসছে ‘ভিটামিন এম’। মনামীর নতুন মিউজিক ভিডিও।

ভিডিওর নামে এম মানে শুধু মনামী নয়। এম মানে মিউজিকও বটে। প্রথম বার সামনে দর্শকের সামনে আসছেন গায়িকা মনামী। মনামী ওপার বাংলার এক গণমাধ্যমে বলেন, “বিদেশের ‘পপ’, ‘রক’ সংস্কৃতি আমাকে অনুপ্রেরণা যোগায়। সেখান থেকেই এই ভাবনা। শুধু গান গাওয়ার স্বপ্ন ছিল না। সিঙ্গলসের ইচ্ছে ছিল বরাবরই। এটা হঠাৎ করেই ঠিক হয়। আগেও এমন অফার এসেছিল। ধীরে ধীরে এগোল সব কথা। নাচে-গানে এমনই এক পারফরম্যান্সের ইচ্ছে ছিল”।

অভিনয়, নাচের পর এবার গান। কন্যার এত গুণ দেখে মোহিত অনুরাগীরা। খবর আনন্দবাজার পত্রিকার।

নায়িকা হওয়ার জন্য ছোটবেলা থেকেই যা করতেন কিয়ারা আদভানি