বিনোদন ডেস্ক : বুধবার সরস্বতীর দিন বাগদেবীর আরাধনায় মেতে উঠেছিল গোটা কলকাতার ইন্ডাস্ট্রি। এ দিন শ্বেত শুভ্র শাড়িতে ধরা দিয়েছিলেন অভিনেত্রী মনামী ঘোষ। কপালে লাল টিপ, খোলা চুলে লাস্যময়ী রূপে ধরা দিয়েছেন সুন্দরী। গলায় ভারী অক্সিডাইজ নেকপিস এবং হাতে বালা পরেছেন।
এ দিন সাদা শাড়ি এবং সাদা ব্লাউজ পরে ধরা দিয়েছেন মনামী। জানিয়েছেন, শাড়িটি তাঁর দিদার। এরপর দেবের অফিসের সরস্বতী পুজোয়ও হাজির হন মনামী। সেখান থেকে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন।
নেটিজেনরা ভালোবাসা উজাড় করেছেন মনামীর পোস্টে। অভিনেত্রীকে সাদা শাড়িতে দেখে এক নেটিজেনের মন্তব্য, ‘শাড়িতে খুব মিত্তি লাগছে।’ কেউ লিখেছেন, ‘দাঁড়াইয়া গেল গায়ের লোম।’ কারো মন্তব্য, ‘তোমায় দেখে নিজেকে বাঙালি বলতে খুব ভালো লাগে।’
শিগগির পর্দায় অন্য রকম চরিত্রে দেখা যাবে মনামীকে। সৃজিত মুখোপাধ্যায়ের ‘পদাতিক’ ছবিতে গীতা সেনের ভূমিকায় দেখা যাবে তাঁকে। বড় পর্দায় মৃণাল সেনের স্ত্রীর ভূমিকায় তিনি।
ছবিতে মৃণাল সেনের ভূমিকায় থাকবেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। তাঁর বিপরীতে দেখা যাবে মনামী ঘোষকে। এই প্রথমবার তাঁরা একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন।
সূত্র : হিন্দুস্তান টাইমস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।