বলিউড সুন্দরী মালাইকার সঙ্গে মনামী, কী কথা হল দুজনের?

মালাইকা-মনামী

বিনোদন ডেস্ক : একজন বলিউডের ফ্যাশন ডিভা, অন্যজন টলিউডের স্টাইল ক্যুইন। মালাইকা অরোরার সঙ্গে এক মঞ্চে মনামী ঘোষ (Monami Ghosh)। কারণ কী? গ্লোবাল ফেম অ্যাওয়ার্ডস। তাতেই স্টাইল আইকন অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেলেন মনামী। সেই অ্যাওয়ার্ড তাঁর হাতে দিলেন মালাইকা।

মালাইকা-মনামী
ছবি: ইনস্টাগ্রাম

কখনও ‘টাপা টিনি’র ছন্দে নেচে মন জয় করে নেন, কখনও আবার মৌ বউদি হয়ে অনুরাগীদের মোহাচ্ছন্ন করে দেন মনামী। মিউজিক ভিডিওর কাজও চালিয়ে যাচ্ছেন সমানতালে। এত কিছুর মধ্যেও সোশাল মিডিয়ায় সক্রিয় অভিনেত্রী। ছবি আর ভিডিও আপলোড করতে থাকেন। মনামীর স্টাইল নেটিজেনদের বেশ পছন্দের। মালাইকাও বাংলার কন্যার রূপে মুগ্ধ।

মালাইকার সঙ্গে তাঁর কী কথোপকথন হয়েছে, সোশাল মিডিয়ায় ছবি শেয়ার করেই তা জানিয়েছেন মনামী। “তুমি কত সুন্দর!” মনামীর গাল ছুঁয়ে বলেন মালাইকা। তাতে টলিউড অভিনেত্রীর উত্তর ছিল ‘আপনিই অনুপ্রেরণা।’ মনামীর মতে মালাইকা আরোরা প্রকৃত অর্থেই একজন ডিভা, সমস্ত দিক থেকে।

শুধু মনামী নয়, এই অনুষ্ঠানে ‘ভ্যাকসিন ওয়ার’-এর জন্য ক্রিটিকস চয়েসে সেরা অভিনেত্রী হয়েছেন রাইমা সেন। সবচেয়ে ভার্সেটাইল অভিনেতার অ্যাওয়ার্ড পেয়েছেন রুদ্রনীল ঘোষ। আর ঊষা উত্থুপ পেয়েছেন ভারতের কিংবদন্তি সঙ্গীতশিল্পীর সম্মান। সেরা অনস্ক্রিন কাপল হয়েছেন বনি-কৌশানি।