খেলাধুলা ডেস্ক : হাইভোল্টেজ ম্যাচে আগ্রাসী ফুটবলে লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টারকে বিধ্বস্ত করল আর্সেনাল। এমিরেটস স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের ম্যাচে ৫-১ গোলে জিতেছে গতবারের রানার্সআপরা।
মার্টিন ওডেগোরের গোলে পিছিয়ে পড়ার পর সমতা টানেন আর্লিং হলান্ড। কিন্তু সিটির উচ্ছ্বাস থেমে যায় পরমুহূর্তেই। পরের ২০ মিনিটে টমাস পার্টি, মাইলস লুইস-স্কেলি ও কাই হাভার্টজের লক্ষ্যভেদে এবং শেষ দিকে ইথান নোয়ানেরি দুর্দান্ত এক গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল।
প্রায় ১৭ বছরের মধ্যে এই প্রথম প্রিমিয়ার লিগের অ্যাওয়ে ম্যাচে ৫ গোল হজম করল সিটি। এর আগে সবশেষ তাদের এমন অভিজ্ঞতা হয়েছিল ২০০৮ সালে।
আসরে প্রথম দেখায় গত সেপ্টেম্বরে দুই দলের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছিল। একেবারে শেষ মুহূর্তের গোলে হার এড়িয়েছিল সিটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।