জুমবাংলা ডেস্ক : হরেক রকম আমের সমারোহে রাজশাহীর বানেশ্বর বাজারে চলছে বেচাকেনা। শুরুতে আমের দাম কিছুটা বাড়তি থাকলেও বাজারে সরবরাহ বাড়ায় গোপালভোগ, হিমসাগর, লক্ষণভোগ আমের দাম সহনীয় পর্যায়ে রয়েছে। গেল দু’বছর করোনাকালে আমের দাম অনেক কম থাকলেও এ বছর যে দাম পাচ্ছেন এতে সন্তুষ্ট বাগান মালিকরা।
তারা বলেন, আমের বাজারমূল্য বেশ ভালো। এরকম দাম থাকলে কৃষকরা লাভবান হবেন।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যাপারিরা আসছেন জেলার সবচেয়ে বড় আমের মোকাম বানেশ্বর। তারা বলছেন, আমের উৎপাদন কম হওয়ায় এবার দাম কিছুটা চড়া। দাম না কমলে লোকসান হওয়ার আশঙ্কা প্রকাশ করে তারা বলেন, আমের ফলন কম হওয়ায় দাম বেশি। তাই কিনতে বেশ সমস্যা হচ্ছে। বাজারদর না কমলে আমরা ধরা খেয়ে যাব।
এদিকে আড়তদাররা প্রতিদিন মণকে মণ আম কিনে দেশের বিভিন্ন প্রান্তে পাঠাচ্ছেন। তারা বলেন, রাজশাহীর আম খেতে বেশ ভালো ও সুস্বাদু। এটি ঢাকা, সিলেট, চট্টগ্রামসহ দেশের নানা প্রান্তে যায়।
ব্যবসায়ীরা জানান, প্রতিদিন গড়ে এই হাটে ৪০ লাখ টাকার আম বেচাকেনা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।