আমের মধ্যে লুকিয়ে আছে একটি টিয়া পাখি, খুঁজে বের করুন

টিয়া

জুমবাংলা ডেস্ক : সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দৃষ্টিভ্রমের বেশ কয়েকটি ছবি ভাইরাল হয়েছে। যা নিয়ে মেতে উঠেন নেটিজেনরা। সম্প্রতি একটি ছবি ভাইরাল হয়েছে। নানা ধরণের ধাঁধার মধ্যে এবারের ধাঁধা হচ্চে আম ও টিয়া পাখিকে নিয়ে।

টিয়া

ছবিতে দেখা যায়, অসংখ্য আমের মধ্যে লুকিয়ে আছে একটি টিয়া। লালচে সবুজ আমগুলোর মধ্যে টিয়াকে খুঁজে পাওয়া যেন অনেকটাই কঠিন। কারণে আমের রঙ ও টিয়া পাখিটির রঙ অবিকল একই। একইসঙ্গে আমের আকারের আর টিয়া পাখিটির আকার অনেকটা একই।

৩০ ফুটের অজগর রাস্তা পার হচ্ছে, ভাইরাল ভিডিও

মূলত রঙ ও আকারের মিল থাকায় দৃষ্টিভ্রমকে কাজে লাগিয়েই লুকিয়ে রয়েছে টিয়াটি। আর তাই টিয়া পাখিটিকে খুঁজে বের করতে চাইলে মনোযোগ দিয়ে দেখতে হবে ছবিটি। তো পাঠক, চেষ্টার পর খুঁজে পেলেন কী টিয়া পাখিকে?