জুমবাংলা ডেস্ক : চলতি বছর আমের রফতানি ১০ গুণ বাড়বে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
বুধবার (২৮ মে) চীনে আমের প্রথম চালান পাঠানোর বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, বাণিজ্য ঘাটতি প্রশমনের প্রেক্ষিতে চীনের শতভাগ শুল্কমুক্ত সুবিধা পাচ্ছে বাংলাদেশ। আর বিনা শুল্কে দেশটির বাজারে এই প্রথম বাংলাদেশের আম যাচ্ছে।
আমের রফতানি ১০ গুণ বাড়বে জানিয়ে তিনি বলেন, এতে আম চাষিরা পর্যাপ্ত দাম পাবেন।
বাণিজ্য ঘাটতি কমানোসহ বাণিজ্যিক নানা বিষয়ে আলোচনার উদ্দেশ্য আগামী সপ্তাহে চীনের বাণিজ্যমন্ত্রীসহ প্রতিনিধি দল দেশে আসবেন বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। তিনি বলেন, সব ধরনের চামড়া রফতানিতে চীন সর্বোচ্চ সাহায্য করবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।