বিনোদন ডেস্ক : আর্থিক কেলেঙ্কারি নিয়ে একাধিক ছবি তৈরি হয়েছে বলিউডে। সে বিষয় নিয়ে কথা বললে প্রথমেই মাথায় আসে ‘স্ক্যাম ১৯৯২’, ‘দ্য বিগ বুল’-এর নাম। তেমনি একসময় পশ্চিম বাংলায়ও আর্থিক কেলেঙ্কারি ঘটনা ঘটেছে। সেই কেলেঙ্কারির ঘটনাই পর্দায় ফুটিয়ে তুলতে চলেছেন পরিচালক সত্যজিৎ দাস।
এই পরিচালকের আগামী ছবি ‘মানি মাফিয়া’, যেটি কেতন পারেখ নামে এক ব্যক্তির জীবনের উপরে তৈরি। ২০০৮ সালে তার ১২০ কোটি টাকার আর্থিক কেলেঙ্কারির পর্দা ফাঁস হয়েছিল। হর্ষদ মেহতার খুব ঘনিষ্ঠ ছিলেন এই কেতন পারেখ। একসময় যিনি রাজত্ব করতেন কলকাতার বুকে।
পরে অবশ্য পুরো বিষয়টা ধামাচাপা পড়ে যায়। সেই গল্পই এবার পর্দায় তুলে ধরবেন পরিচালক সত্যজিৎ দাস। সেখানে এক তদন্তকারী অফিসারের ভূমিকায় দেখা যাবে অভিনেতা ও বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তীকে।
ছবিতে কেতন পারেখের ভূমিকায় দেখা যাবে সুরজিত মানাকে। তদন্তকারী অফিসারের ভূমিকায় সুরজিতের আর্থিক কেলেঙ্কারি ফাঁস করবেন চিরঞ্জিৎ। অন্যান্য চরিত্রে আরও আছেন জয় সেনগুপ্ত, অনিন্দ্যপুলক বন্দ্যোপাধ্যায়, দেবপ্রসাদ হালদার, রিয়া সরকার প্রমুখ।
লালবাজার, শেয়ার বাজার, বিধাননগর, ডালহৌসি, ধর্মতলার মতো শহর কলকাতা জুড়ে বিভিন্ন জায়গায় ইতিমধ্যে ছবির শুটিং হয়েছে। খুব শিগগির বাংলা ছাড়াও হিন্দি, তামিল, তেলুগুসহ মোট চারটি ভাষায় মুক্তি পাবে চিরঞ্জিতের ‘মানি মাফিয়া’।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।