বিনোদন ডেস্ক : লকডাউনের সময় সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল সূদূর শ্রীলংকার সিংহলি ভাষার গান ‘মানিকে মাগে হিথে’। এই গানটি গেয়ে রাতারাতি এশিয়াজুড়ে বিখ্যাত হয়ে যান গায়িকা ইয়োহানি ডি সিলভা। সোশ্যাল মিডিয়াতে এ পর্যন্ত গানটি শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। আজও এই গানটিকে নিয়ে সাধারণ মানুষের মনে আগ্রহ কমেনি। তাই তো বলিউড ছবি ‘থ্যাংক গড’ এও এবার ব্যবহৃত হচ্ছে ‘মানিকে’গান।
ইয়োহানির সিংহলি ভাষার এই গান ইতিমধ্যেই বাংলা-হিন্দি সহ বিভিন্ন ভাষাতে ডাব করা হয়েছে। গানটির অর্থ কিন্তু বেশ রোমান্টিক। গানের মূল বক্তব্যের বাংলা মানে হল, ‘প্রিয় তুমিই আছ আমার হৃদ মাঝারে, তোমার থেকে চোখ সরানো দায়’। তবে গানের অর্থ বুঝুন বা না বুঝুন, কোটি কোটি মানুষের মন ছুঁয়ে নিয়েছে সিংহলি ভাষার এই গান। এই গানের বাংলা অর্থ কী? দেখে নিন এক নজরে –
‘মানিকে মাগে হিথে মুদলে নুরা হেগুময়াইবি অ্যায়িলেয়ি’- আমার মনের সমস্ত ভাবনা তোমাকে নিয়েই চলে, এ যেন এক আগুনের শিখা, জ্বলছেই। ‘নেরিয়ে নুম্বে নাগে, মাগে নেত্তেরা মেহা ইয়ায়ি শিয়েয়ি’- তোমার শরীরী আদল আমি চোখে হারাই, আমি সারাক্ষণ তোমাকেই দেখে চলি। ‘মা, হিথা লাগামা দেওয়াতেনা, হুরু পেমাকা পাতেলেনা’- তুমি আমার হৃদয়ের অনেক কাছে, যেন অনেককাল ধরেই তোমাকে চিনি।
‘রুয়া নারি মানামালি সুকুমালি নুম্বাথামা’- তুমি পরীর মতো, তুমি আমার প্রিয়তম। ‘ইথিন এপা মাতানামাঙ্গু গাথা হিথা নুম্বা মাগেমা হ্যাঙ্গু’- তুমি আমার লুকোনো মন খুঁজে বের করেছো, আর জটিল হয়ো না। ‘আলে নুম্বাতামা ওয়ালাঙ্গু মানিকে ওয়েন্নেপা থাওয়া সুন্যাঙ্গু’- আমার এই প্রেম শুধু তোমারই জন্য। ‘গামে কাটাকারামা কেল্লা হিথা ওয়েলা নুম্ব রুয়াতা বিল্লা’- এই গ্রামে তুমি সবচেয়ে বেশি বকবক করো, আমার মন তাতেই মজেছে। ‘নাথিন্নেথা গাথামা আল্লা মাগে হিথাথ না মাটামা মেল্লা’-তোমার চোখে যখন আমার চোখ পড়ল, আমি নিজেকে সামলাতে পারিনি।
‘কেল্পে কেক্সে ওয়েলা মাগে হিথা পাথথু ওয়েনাওয়াদা থাওয়া টিকাক’- ওরে মেয়ে, আমার পরাণ জ্বলছে, আরও একটু কাছে আয়। ‘কিতু মাতা পিসসু থাদাওয়েনা উইদিহাতা গাসসু’- তোমার জাদু আমায় পাগল করে দেয়। ‘ওয়া দুমু ইঙ্গিয়াতা মাথ্যু বাম্বারেকি মামা থাতু ইসসু, ওয়া ওয়াতাকারাগেনা রাসসু’- তুমিই আমায় ডাকছো, আমি মৌমাছি, মধুর খোঁজে আছি। ‘রথেন হিথা আরাগাথু বাম্বারা’- একমাত্র আমার সঙ্গেই তোমার থাকা উচিত।
‘মা, হিথা লাগামা দেওয়াতেনা, হুরু পেমাকা পাতেলেনা’- তুমি আমার হৃদয়ের অনেক কাছে যেন অনেককাল ধরেই তোমাকে চিনি। ‘রুয়া নারি মানামালি সুকুমালি নুম্বাথামা’- তুমি পরীর মতো, তুমি আমার প্রিয়তম। ‘মানিকে মাগে হিথে মুদলে নুরা হেগুময়াইবি অ্যায়িলেয়ি’- আমার মনের মধ্যে সমস্ত ভাবনা তোমাকে নিয়েই চলে, এ যেন এক আগুনের শিখা জ্বলছে। ‘নেরিয়ে নুম্বে নাগে, মাগে নেত্তেরা মেহা ইয়ায়ি শিয়েয়ি’- তোমার শরীরী আদল আমি চোখে হারাই, আমি সারাক্ষণ তোমাকেই দেখে চলি।
এবার এই গানেরই হিন্দি ভার্সন আসছে বলিউড কাঁপাতে। ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার কাঁপানোর পর ‘মানিকে’ গান এবার ঝড় তুলতে আসছে বলিউডে। অজয় দেবগণ এবং সিদ্ধার্থ মালহোত্রার আগামী ছবি ‘থ্যাংক গড’-এ গান গাওয়ার সুযোগ পেয়েছেন ইয়োহানি। এই ছবির ‘মানিকে’ গানটি তারই গাওয়া। গানের সঙ্গে পারফর্ম করেছেন বলিউডের আইটেম গার্ল নোরা ফাতেহি। রইল সেই ভিডিও।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।