সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : মানিকগঞ্জ সদর থানা পুলিশ ১ হাজার ৫০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেল পৌনে পাঁচটার দিকে মানিকগঞ্জ পৌরসভার মানরা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তির নাম হেলাল হোসেন (৩৩)। তিনি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের সাদীনগর গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম বাদশা মিয়া।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে হেলাল হোসেনকে গ্রেপ্তার করে।
সদর থানার ওসি এসএম আমান উল্লাহ বলেন, “গ্রেপ্তার হেলাল হোসেন চট্টগ্রাম থেকে ইয়াবা এনে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করতেন। গতকাল তিনি মানিকগঞ্জে ইয়াবা পৌঁছে দিতে এসেছিলেন। ডেলিভারির আগেই তাঁকে গ্রেপ্তার করা হয়।”
তিনি আরও জানান, হেলালের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।