জুমবাংলা ডেস্ক : মানিকগঞ্জের শিবালয়ে ভুট্টা ক্ষেতের মধ্যে লুকিয়ে আফিম চাষ করায় নূরুল ইসলাম নামে এক কৃষককে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
রবিবার দুপুরে শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নের পুরান পয়লা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত নূরুল ইসলাম (৪৫) একই এলাকার বাসিন্দা।
জানা যায়, শিবালয় উপজেলার পুরান পয়লা গ্রামের কৃষক নিজের জায়গায় ভুট্টা ক্ষেতের মধ্যে লুকিয়ে নিষিদ্ধ আফিম চাষ করছেন- এমন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় নয় হাজার ৮২০টি আফিম গাছসহ নুরুলকে আটক করা হয়।
এ ঘটনায় শিবালয় থানায় একটি মামলা দায়ের হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।