সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : সামাজিক মাধ্যমে সমালোচনার মুখে পড়ে জাপানে কর্মসংস্থান সংক্রান্ত ফেসবুক পোস্ট সরিয়ে ফেলেছেন মানিকগঞ্জের জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা।
বুধবার দিবাগত রাত ১২টার দিকে মানিকগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের ফেসবুক পেজে প্রবেশ করে জাপানে জনশক্তি প্রেরণের জন্য প্রশিক্ষিত যুবদের তথ্য প্রেরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি খুঁজে পাওয়া যায়নি।
এর আগে, গত ৮ জুলাই শেষ কর্মঘন্টায় জাপানে জনশক্তি প্রেরণের জন্য প্রশিক্ষিত যুবদের তথ্য প্রেরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় জেলা প্রশাসক কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে।
এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তীব্র সমালোচনা।
জেলা প্রশাসকের ওই পোস্টের সমালোচনা করে প্রকৌশলী দেলোয়ার কবির টিপু নামের একজন জেলা প্রশাসকের (ডিসি) ফেসবুক পোস্টের কমেন্টে লেখেন, “আজকে শেষ সময়ে এই পোস্ট! এভাবেই দেশের সাধারণ মানুষ কে আর কতদিন ধোঁকা দিবেন? জনগণ জানতে চায়!! জবাব চাই”
মীর প্লাবন নামের আরেকজন লেখেন, “সময় শেষ হয়ে যাওয়ার পরে পোস্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ”
আহসান হাবীব লেখেন, “একে তো আজকেই শেষ দিন, আর পোস্টটাও দিলেন সন্ধার সময়।”
“১ ঘন্টা আগে দিয়ে লাভ কি হল, আরও আফসোস বাড়লো আমিও তো আবেদন করতে পারতাম। আর আজকেই আবেদনের শেষ দিন।” লিখে ক্ষোভ প্রকাশ করেন হাফিজুল ইসলাম নামের আরেক ব্যক্তি।
এ.এইচ শিহাব নামে আরেক ফেসবুক ব্যবহারকারী লেখেন, “আপনাদের গাফিলতির জন্য অনেকে আবেদন করতে পারলো না আজকেই লাস্ট ডেট।”
“ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা যাবার মতো অবস্থা। ২০২৫ এ এসেও আপনাদের এইসব বাটপারি গেলোনা।” লিখে কটুক্তি করেন মুসা আলম খান।
মিঠু মোল্লা নামের আরেকজন লেখেন, “শেষ সময়ে পোস্ট করে আফসোস বাড়িয়ে দিলেন,যুব উন্নয়ন থেকে ৩ মাসের এই কোর্সটি আমি করেছি এবং A+ পেয়েছিলাম। না দেখলে হয়তো আফসোস হতোনা। দয়া করে কোনকিছু পোস্ট করলে সময় থাকতে করবেন,শেষ দিন ২ ঘন্টা আগে পোস্ট করে জনগণের সাথে ইয়ার্কি করবেন না। ধন্যবাদ”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।