Advertisement
সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : মানিকগঞ্জ জেলা শ্রমিকলীগের সভাপতি বাবুল সরকার ওরফে কানা বাবুলকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।
মঙ্গলবার (২৪ জুন) রাত সাড়ে তিনটার দিকে রাজধানীর দারুস সালাম থানাধীন এস.এ খালেক আবাসিক এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত বাবুল সরকার (৫৬) মানিকগঞ্জ পৌরসভা ১ নং ওয়ার্ডের জয়রা এলাকার মৃত আজগর সরকারের ছেলে। সে ২৬(৯)২৪ নং মামলার এজাহারনামীয় আসামী।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ্ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, বাবুল সরকারের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে মামলা রয়েছে।
মামলার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।