মানিকগঞ্জের ঘিওরে দেশি-বিদেশি ব্র্যান্ডের নকল সাবান তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে র্যাব। গতকাল বৃহস্পতিবার উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের রাথুরা এলাকার ওই কারখানায় র্যাব সদরদপ্তর ও র্যাব-৪ যৌথভাবে অভিযান চালায়। পরে নকল সাবান তৈরি অভিযোগে কারখানার মালিক মোনায়েম আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা করা হয়।
র্যাবের অভিযানে ডেটল, মারগো, কিটোনিম, ডাভসহ দেশি-বিদেশি ব্র্যান্ডের বিপুল সংখ্যক নকল সাবান এবং সাবান তৈরির বিপুল পরিমাণ কাঁচামাল জব্দ করা হয়। পরে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
র্যাব সদরদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। বানিয়াজুরী ইউনিয়নের রাথুরার স্থানীয় বাসিন্দা মোনায়েম আহমেদ ভাড়া বাড়িতে দীর্ঘদিন নকল সাবান তৈরি করে আসছিলেন। অভিযানে কারখানাটি সিলগালা করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।