জুমবাংলা ডেস্ক : মানিকগঞ্জের সিংগাইরে পুলিশ পরিচয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় হাবিব হোসেন সৌরভ (২৬) নামের এক যুবকে আটক করেছে স্থানীয় জনতা। আটকের পর তাকে তুলে দেওয়া হয়েছে পুলিশের হাতে।
পুলিশ জানায়, বায়রা ইউনিয়ন এলাকায় পুলিশ পরিচয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নামে মোটরসাইকেল আরোহীদের চেক করছিলেন হাবিব। এ সময় জরিমানার নামে অনেকের কাছ থেকে টাকা হাতিয়ে নেন তিনি। পরে বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে তাকে আটক করে পুলিশের কাছে খবর দেয় স্থানীয় জনতা। সবশেষ পুলিশ ঘটনাস্থল থেকে হাবিবকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে একটি খেলনার পিস্তল উদ্ধার করা হয়।
সিংগাইর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. নাজমুল হাসান বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি খেলনার পিস্তল উদ্ধার করা হয়। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।