জুমবাংলা ডেস্ক : দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ঢাকা মেট্রোপলিটন এলাকায় অভিযান চালিয়ে সবজির দাম বৃদ্ধিতে কারসাজিসহ নানা অনিয়মের দায়ে ৮ প্রতিষ্ঠানকে ১ লাখ ৯ হাজার টাকা জরিমানা করেছে বাজার তদারকি কার্যক্রম পরিচালনায় গঠিত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিশেষ টাস্কফোর্স। অধিদপ্তরের ৭ জন কর্মকর্তার নেতৃত্বে ৬টি টিমের সদস্যরা শনিবার (১২ অক্টোবর) ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করে এ জরিমানা করেন।
এদিন ঢাকা মহানগর ছাড়াও দেশের সব বিভাগ ও জেলা পর্যায়ে সবজি, ডিম, ব্রয়লার মুরগি ছাড়াও আলু, ডাল, পেঁয়াজ, রসুন, আদা ও ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে বাজার তদারকি কার্যক্রম পরিচালিত হয়।
এরমধ্যে ঢাকা মেট্রোপলিটন এলাকায় অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুস সালামের নেতৃত্বে কারওয়ান বাজার ও বনানী কাঁচা বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, কারওয়ান বাজারে সবজির ট্রাক রাত ১২টার দিকে আসলেও ট্রাক থেকে ৬ থেকে ৭ বার হাতবদল হয়ে এসব সবজি পাইকারি পর্যায় পৌঁছায়। সেখানে প্রায় ১ হাজার ২০০ জন অবৈধ ফড়িয়া ব্যবসায়ী রয়েছে, যাদের কোনো লাইসেন্স, রশিদ বই কিংবা স্টক রেজিস্টার নেই।
অভিযানে দ্রব্যমূল্য বৃদ্ধিতে আড়তদারদের সংশ্লিষ্টতার বিষয়টি প্রতীয়মান হয়। পাশাপাশি অভিযানে আড়তদারদের যোগসাজশে পাইকারি, বেপারী, খুচরা ব্যবসায়ী সবাই একযোগে দ্রব্যমূল্য বৃদ্ধি করার বিষয়টিও উঠে আসে। পরবর্তীতে বনানী কাঁচা বাজারে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) থেকে দোকান বরাদ্দপ্রাপ্তরা নিজে ব্যবসা না করে বরাদ্দপ্রাপ্ত পজিশন ২৫ হাজার থেকে ৩৬ হাজার টাকার বিনিময়ে ভাড়া দিচ্ছেন, যা খুচরা বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ অপরাধে সবমিলিয়ে অভিযানকালে ৮টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৯ হাজার টাকা জরিমানা করা হয়।
উল্লেখ্য, শনিবার দেশের ৩৬ জেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ৪২টি টিম কর্তৃক পরিচালিত বাজার তদারকি অভিযানে ৮৭টি প্রতিষ্ঠানকে মোট ৪ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা করা হয়। পৃথক এসব অভিযানকালে জেলা ও উপজেলা প্রশাসনসহ টাস্কফোর্সের আওতায় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।