লাইফস্টাইল ডেস্ক : আমরা সবাই জানি ভারতে মোট ২৮টি রাজ্য এবং ৮টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। এরই মধ্যে উত্তর-পূর্বে সাতটি রাজ্য রয়েছে। উত্তর-পূর্ব ভারতের সৌন্দর্য কোন বিদেশের থেকে কম নয়। কথিত আছে, ভারতের এই এলাকাটি প্রকৃতি-মাতা আশীর্বাদে ভরিয়ে তুলেছে।
জানিয়ে রাখি উত্তর-পূর্বের এই সাতটি রাজ্যকে ‘সেভেন সিস্টার’ বলা হয়। যার মধ্যে রয়েছে অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম নাগাল্যান্ড এবং ত্রিপুরা। এখন প্রশ্ন আসে যে এই সাতটি রাজ্যকে কেন সেভেন সিস্টার বা সাত বোনের রাজ্য বলা হয়? এবার জেনে নেওয়া যাক।
দেশ স্বাধীন হওয়ার আগে এই অঞ্চলে মাত্র তিনটি রাজ্য ছিল। যার মধ্যে ছিল মণিপুর, আসাম ও ত্রিপুরা। কিন্তু ১৯৪৭ সালের দেশ স্বাধীন হওয়ার পর দেশটির বিস্তৃতি ঘটে। এই তিনটি রাজ্য থেকে আরও চারটি রাজ্য গঠিত হয়। যেখানে অরুণাচল প্রদেশ, মেঘালয়, মিজোরাম এবং নাগাল্যান্ড অন্তর্ভুক্ত হয়।
আসলে এই সাতটি রাজ্য একে অপরের উপর নির্ভরশীল এবং একই সময়ে এই রাজ্যগুলি সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক অবস্থাও একই বলে মনে করা হয়, তাই এই সমস্ত রাজ্যগুলিকে একত্রে সেভেন সিস্টার বলা হয়েছে।
এখন প্রশ্ন আসতে পারে যে, বর্তমানে উত্তর পূর্ব ভারতে আটটি রাজ্য রয়েছে, তাহলে কেন সাতটি রাজ্যকে সেভেন সিস্টারে অন্তর্ভুক্ত করা হল। আসলে সিকিম উত্তর-পূর্বের অষ্টম রাজ্য। জানিয়ে রাখি, সিকিম সেভেন সিস্টারের স্থান পায়নি, কারণ সেভেন সিস্টার যখন গঠিত হয়েছিল তখন সিকিম ভারতের অংশ ছিল না।
এছাড়া আপনি সে জানেন এই সমস্ত রাজ্যগুলি পরস্পরের সাথে সংযুক্ত এবং একে অপরের উপর নির্ভরশীল। তাই এর নামকরন করা হয় ‘সেভেন সিস্টার্স’ অর্থাৎ সাত বোনের রাজ্য। এই নামটি দিয়েছিলেন জ্যোতিপ্রসাদ সাইকিয়া, যিনি একজন আসামের সরকারি কর্মচারী ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।