বিনোদন ডেস্ক : ১৭ বছর পর রাজধানীর আনন্দ সিনেমা হলে মুক্তি পেয়েছে প্রয়াত চিত্রনায়ক মান্না অভিনীত সিনেমা ‘দুই দিনের দুনিয়া’। এর আগে, ২০০৮ সালের ২৩ মে সারাদেশে মুক্তি পেয়েছিল ‘দুই দিনের দুনিয়া’ ছবিটি। বজলুর রাশেদ চৌধুরী পরিচালিত এই সিনেমাটিতে মান্নার বিপরীতে অভিনয় করেছেন জনা।

দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে প্রেক্ষাগৃহে নতুন সিনেমা মুক্তি পেলেও দর্শক আসছে না। তাই হল কর্তৃপক্ষ নতুন সিনেমা মুক্তির চেয়ে পুরনো সিনেমা নিয়েই বেশি আগ্রহী। মান্না অভিনীত ‘দুই দিনের দুনিয়া’ সিনেমাটি সেই সময় ব্যবসা সফল হয়েছিল। তাই মুক্তির এত বছর পরও সিনেমাটি আবারও মুক্তি দেওয়া হলো নতুন করে।
এ সম্পর্কে হল কর্তৃপক্ষ গণমাধ্যমকে বলেন, ‘নায়ক মান্নার সিনেমা এখনো অনেকে দেখতে চান। মান্নার ছবি মুক্তি দিলে কিছু দর্শক হলে আসেন। আমরাও পুরোনো সিনেমা চালাচ্ছি বাধ্য হয়ে। কারণ এখন নতুন সিনেমা নেই। গত শুক্রবার থেকে সিনেমাটি চলছে। তবে পুরোনো সিনেমা হিসেবে প্রথম দুইদিন ভালোই ছিল।’
উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় নায়ক মান্নার ১৭তম মৃত্যুবার্ষিকী। ২০০৮ সালের এই দিনে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মাত্র ৪৪ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান তিনি। মৃত্যুর ১৬ বছর পার হলেও তার জনপ্রিয়তার এতটুকুও ভাটা পড়েনি। এখনও মানুষ তাকে শ্রদ্ধাভরে স্মরণ করেন।
মান্না অভিনীত প্রথম সিনেমা ‘তওবা’ হলেও তার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম ‘পাগলি’। তবে দর্শক নজরে পড়েন ১৯৯১ সালে মোস্তফা আনোয়ার পরিচালিত ‘কাসেম মালার প্রেম’ সিনেমাতে অভিনয়ের মধ্য দিয়ে। এরপরই ধীরে ধীরে চলচ্চিত্রে একটি শক্ত অবস্থান গড়ে তোলেন তিনি। কাজী হায়াত পরিচালিত ‘দাঙ্গা’ ও ‘ত্রাস’ সিনেমাতে দুর্দান্ত অভিনয় করে মান্না হয়ে ওঠেন পরিচালক-প্রযোজকদের ভরসার নাম।
মোস্তফা আনোয়ার পরিচালিত ‘অন্ধ প্রেম’, মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘প্রেম দিওয়ানা’, ‘ডিস্কো ড্যান্সার’, কাজী হায়াত পরিচালিত ‘দেশদ্রোহী’ ছবিগুলো ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাকে তুমুল জনপ্রিয় করে তোলে। ১৯৯৯ সালে মান্না ‘কে আমার বাবা’, ‘আম্মাজান’, ‘লাল বাদশা’র মতো সুপার-ডুপারহিট সিনেমা দর্শকদের উপহার দেন। মৃত্যুর আগ পর্যন্ত সাড়ে তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছিলেন জনপ্রিয় এ সুপারস্টার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



