মানসিক অবসাদে ভুগেছেন করন জোহর

করন জোহর

বিনোদন ডেস্ক : জনপ্রিয় বলিউড নির্মাতা করন জোহর। ক্যামেরার সামনে সব সময় হাস্যজ্জ্বল থাকলেও টানা ৫ বছর ধরে অবসাদে ভুগেছেন তিনি।

করন জোহর

সম্প্রতি তার ‘কফি উইথ করন’ টক শো-তে করন জোহর বলেন, ‘আমি মানসিক অবসাদ ও হতাশায় ডুবে গিয়েছিলাম। টানা ৫ বছর ধরে এটির সঙ্গে লড়াই করেছি। চিকিৎসকের পরামর্শ নিতাম। আমাকে চিকিৎসক বলেছিলেন, আমি নাকি সবকিছুকে অনেক বেশি মজ্জাগত করে ফেলেছি। আমাকে সবকিছু থেকে বেরিয়ে আসতে বলেছিলেন।’

এখন অনেকটাই সুস্থ বলে জানান করন। যতটা সম্ভব নেতিবাচকতাকে পাত্তা না দেওয়ার চেষ্টা করেন। তবে তার সন্তানদের নিয়ে কটাক্ষ করার বিষয়টি মেনে নিতে পারেন না তিনি। এই নির্মাতা বলেন, ‘আমার সেক্সচুয়ালিটি নিয়ে লোকে ঠাট্টা করে। আমি এখন সব কটাক্ষকে উড়িয়ে দিই। কিন্তু আমার কষ্ট লাগে যখন দেখি আমার সন্তানদের নিয়েও কটাক্ষ করা বন্ধ হচ্ছে না। এটা আমাকে এখনো খুবই বিরক্ত করে।’

পেঁয়াজের খোসার বেশ কিছু অবাক করা ব্যবহার

সিনেমার পাশাপাশি ব্যক্তিগত নানা কারণেই আলোচনায় থাকেন করন জোহর। বিশেষ করে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর তাকে ঘিরে স্বজনপ্রীতির অভিযোগ ওঠে। এজন্য প্রায়ই নেটিজেনদের রোষানলে পড়েন এই নির্মাতা। শুধু তাই নয়, বলিউডের প্রথম সারির অনেক তারকাও তার বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন।