বিনোদন ডেস্ক: শনিবারের ফাল্গুনের এক সন্ধ্যা। ফুলার রোড সোডিয়াম ছেড়ে নিয়েছে এলইডির সাজ, ছড়াচ্ছে স্নিগ্ধতা। ঠিক এই সময়টাতে… ব্রিটিশ কাউন্সিলের সামনে কয়েক যুবক গিটার বাজিয়ে গাইছে, সময়ের নানা গান। একটা রিকশা এসে থামলো।
রিকশাওয়ালা যুবক, একমনে দেখলেন, শুনলেন, হৃদয়ঙ্গম করলেন। তারপরে কিশোর তরুণদের কাছ থেকে গিটারটা যখন চেয়ে বসলেন, তখন তারা সত্যি অবাক হলো। একজন রিকশাচালক গিটার নিয়ে কী করবে তারা ঠিক বুঝে উঠতে পারছিল না।
তারপরেও গিটারটা ওই রিকশাচালকের হাতে তুলে দিল। তারপরে কিশোর তরুণদের অবাক হওয়ার বিষয়, গিটারে ঝংকারে জানান দিল সুর–
ইফ ইউ মিস দ্য ট্রেন আইঅ্যাম অন
ইউ উইল নো দ্যাট আইঅ্যাম গন
ইউ ক্যান হেয়ার দ্য হুইসেল ব্লো হান্ড্রেড মাইলস
এ হান্ড্রেড মাইলস, এ হান্ড্রেড মাইলস
এ হান্ড্রেড মাইলস, এ হান্ড্রেড মাইলস
ইউ ক্যান হেয়ার দ্য হুইসেল ব্লো হান্ড্রেড মাইলস, এ হান্ড্রেড মাইলস…
ইমপিরিয়াল কলেজের শিক্ষার্থী তানভীর রিকশাচালকের গাওয়া গানটির ভিডিও ধারণ করে ফেসবুকে ছাড়ে। এরপর এটি ছড়াতে থাকে। তানভীরের পোস্ট সূত্রেই জানা গেছে, রিকশাচালকের নাম মনসুর। তানভীর নিজেও পোস্টে তাঁকে মনসুর মামা হিসেবে উল্লেখ করেছে।
তানভীর জানায়, তাঁরা ব্রিটিশ কাউন্সিলের সামনে বসে ছিলো। হঠাৎ করেই থেমেই যায় রিকশাটি। চালক এসে গিটার চান, তারা দিয়েও দেয়। তার পরের ঘটনাটা তাদের বিস্মিত হবার।
অসম্ভব সুন্দরী হয়েও দুই সন্তানের বাবাকে বিয়ে করলেন শ্রীদেবী, এতদিনে প্রকাশ্যে বড় কারণ
ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাভাবেই ছড়িয়ে পড়েছে। নেটিজেনরা হাজার হাজার মন্তব্যে তাদের বিস্ময় জানিয়েছেন। প্রকাশ করছেন মুগ্ধতা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।