আন্তর্জাতিক ডেস্ক : গুঞ্জন শোনা গিয়েছিল আগেই। তবে সেই জল্পনা শেষমেশ সত্যি হল। অবশেষে Xiaomi Group ছেড়েই দিলেন মনু কুমার জইন। বেসিক কি-প্যাড ফোনের জমানা শেষ হতে না হতেই ভারতীয় বাজারে পাকা জায়গা দখল করে ফেলেছিল চিনা এই স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থাটি। উত্তরোত্তর সেই রমরমা বেড়েছে। ভারতের মাটিতে Xiaomi-র রমরমার পিছনে এই ব্যক্তিটির অবদান কিছু কম নয়।
Jabong নামে একটি জনপ্রিয় ফ্যাশন সংক্রান্ত ই-কমার্স সংস্থার কো-ফাউন্ডার ছিলেন মনু। 2014 সালে যোগ দেন Xiaomi-তে। দায়িত্ব পান Xiaomi India-র। প্রায় সাড়ে সাত বছর সংস্থাটিকে ভারতে নেতৃত্ব দিয়েছেন মনু। তার হাত ধরেই এ দেশে ফুলে ফেঁপে উঠেছে Xiaomi। একের পর এক নাগরিকের হাতে উঠে এসেছে এই সংস্থার ফোন। ক্রমশ ভারতে বিক্রি হওয়া স্মার্টফোনগুলির মধ্যে Xiaomi-কে একেবারে মাথায় তুলে এনেছিলেন মনু। একের এক ত্রৈমাসিক জুড়ে সেরা ব্র্যান্ড হিসেবে উঠে এসেছে সংস্থাটি। 2023 সালের শেষ ত্রৈমাসিকের রিপোর্টেও Samsung-কে পিছনে ফেলে শীর্ষে উঠে এসেছে সংস্থাটি। দেড় বছর আগে Xiaomi Global-এর দায়িত্ব পান মনু। তার পরে বছর ঘুরতে না ঘুরতেই এই সিদ্ধান্ত। স্বাভাবিক ভাবেই মনুর এই সিদ্ধান্ত ঘিরে ঘনিয়েছে নানা প্রশ্ন।
সম্প্রতি একটি পোস্টে মনু জানিয়েছিলেন সেই জার্নির গল্প। প্রথম কয়েকবছরের উত্থান-পতন সামলে সংস্থাকে এই জায়গায় দাঁড় করানোটা সহজ ছিল না মোটেই। সেই কাজটাই অবলীলায় করেছেন উত্তরপ্রদেশের ছেলে মনু। ছোট্ট একটা ব্র্যান্ড থেকে ভারতের সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ড গড়ে তোলার জন্য কম খাটেননি মনু ও তাঁর টিম। বছর দেড়েক আগে Xiaomi International টিমের দায়িত্ব নিয়ে মনু পাড়ি দেন বিদেশে। তার পরেই কি মোহভঙ্গ হল? মনুর পদত্যাগ ঘিরে ঘুরছে এমন নানা প্রশ্ন। মনু অবশ্য জানিয়েছে, Xiaomi-র একটি অংশ সবসময়ে তাঁর হৃদয়ে থাকবে। নিজের হাতে শীর্ষে তুলে নিয়ে যাওয়া সংস্থা থেকে সরে আসা সহজ ছিল না তাঁর পক্ষে। তবে নতুন শুরুর জন্য পুরনো থেকে সরে আসা জরুরি।
তবে কি নতুন কিছুতে পা দিতে চলেছেন মনু? উস্কে উঠেছে জল্পনা। সোশ্যাল মিডিয়ায় উত্তর দিয়েছেন মনু নিজেই। জানিয়েছেন, আপাতত কিছু দিন অবসর চান। তার পর নয়া উদ্যমে ঝাঁপিয়ে পড়তে চান নতুন কাজে। তবে সেই কাজটি যে কি, তা ভেঙে বলতে চাননি মনু। তবে এটুকু জানিয়েছেন, মোবাইল বা ই-গ্যাজেট নয়, এবার নতুন কোনও ক্ষেত্রেই পাড়ি জমাতে চাইছেন মনু। খুলতে চাইছেন নতুন স্টার্টআপ।
গত বছরই Xiaomi India-র নেতৃত্ব আলভিন তসের হাতে তুলে দেয় সংস্থাটি। Xiaomi India-র জেনারেল ম্যানেজার হিসেবে নিযুক্ত করা হয়েছে তাঁকে। Xiaomi India-র প্রেসিডেন্টের দায়িত্ব সামলাবেন মুরালিকৃষ্ণান বি। অন্যদিকে,-র প্রধান এবং Xiaomi-র chief marketing officer হিসেবে নিযুক্ত করা হয়েছে অঞ্জলি শর্মাকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।