Advertisement
বিনোদন ডেস্ক : ইন্ডাস্ট্রিতে পা রেখেই ছকভাঙা অভিনয়। নার্গিস ফখরিকে লোকে আবিষ্কার করেন ‘রকস্টার’ ছবির ‘হির’ চরিত্রে। যে চরিত্রে অনেক বলিউড অভিনেত্রীই নাকি বাতিল হয়েছিলেন। তার পর একে একে ‘মাদ্রাজ ক্যাফে’, ‘ম্যায় তেরা হিরো’, ‘হাউসফুল’-এর মতো ছবিতে দর্শকের মন কেড়েছেন অভিনেত্রী। যদিও ব্যক্তি জীবনে খুব ভালো কিছু করতে পারেননি নার্গিস।
আগে ছিলেন সরল-সাদাসিধে মানুষ। ইন্ডাস্ট্রিতে এসে বিপদে পড়েছিলেন। এক ঝটকায় অনেক কিছুই বদলে নিতে হয়েছে তাকে। এখন প্রতিনিয়ত নিজেকে খাপ খাইয়ে নিতে হচ্ছে তাকে। কেমন ছিল অনভ্যস্ত নতুন জীবন।
যে ৪টি স্মার্টফোন নাথিং ফোন ওয়ানের বিকল্প হওয়ার যোগ্যতা রাখে
এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আগে সাদাসিধে জীবন ছিল আমার। কিন্তু ইন্ডাস্ট্রিতে এসে রোজ পালিয়ে যেতে ইচ্ছে হত। মানুষের কত রূপ তা ইন্ডাস্ট্রিতে এসে বুঝতে পেরেছি।’
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel