বিনোদন ডেস্ক : একজন স্মার্ট সুদর্শন তরুণ শহরের রাস্তায় হাঁটাহাঁটি করছেন। তিনি মানিব্যাগ হারিয়ে পেলেছেন জানিয়ে- যাকে সামনে পাচ্ছেন তার কাছেই কিছু টাকা সাহায্য চাইছেন। কিছু টাকা পেলেই বাসায় ফিরতে পারবেন তিনি। অবাক করা বিষয় বেছে বেছে তিনি সাহায্য চাইছেন দিন এনে দিন খাওয়া কিছু মানুষের কাছে। তারা যে যার সামর্থ্য মতো বিপদে পড়া ওই তরুণের পাশে দাঁড়িয়েছেন।
‘রিয়েল পিপল রিয়েল স্টোরি’ শিরোনামে সিঙ্গাপুরভিত্তিক লাইফ স্টাইল কোম্পানি বিলিভ প্রাইভেট লিমিটেডের জনপ্রিয় ব্র্যান্ড লাফজ নির্মাণ করেছে এই সোশ্যাল এক্সপেরিমেন্টালের এই ভিডিও। ভিডিও চিত্রের এই সত্যিকারের মানুষগুলো নিজের পকেট ফাঁকা করে একজনের বিপদে পাশে দাঁড়ানোর যে সাহস দেখিয়েছেন তা মুগ্ধ করেছে সব শ্রেণির দর্শককে।
ভিডিওটি এরইমধ্যে নেট দুনিয়ায় দারুণ আলোড়ন সৃষ্টি করেছে। প্রকাশের পর থেকে কয়েক হাজার মানুষ শেয়ার করেছেন। অগণিত নেটিজেন বিষয়টিকে সমর্থন জানিয়ে নানা প্রতিক্রিয়া দিয়েছেন। কমেন্ট করে, ওই তরুণের পাশে দাঁড়ানো মানুষগুলোকে শ্রদ্ধা ও সালাম জানিয়েছেন।
উল্লেখ্য, সমাজের বিত্তবান মানুষ দরিদ্র মানুষের সহায়তায় এগিয়ে আসে। কিন্তু আর্থিকভাবে অসচ্ছল মানুষও যে সামান্য সামর্থ্যের মধ্যেও মানুষকে সহযোগিতা করার মানসিকতা বুকের ভেতরে লালন করে এবং চেনা-অচেনা যেকোনো মানুষের বিপদে সাধ্যের সবটুকু দিতেই প্রস্তুত থাকে- তারই প্রমাণ এই ভিডিও।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।