দেশ গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। সোমবার (১৪ জুলাই) দুপুরে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এইচএম এরশাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে রংপুরে আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
জিএম কাদের বলেন, ‘মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। বাড়ি থেকে বের হয়ে পুনরায় ফিরতে পারবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে, অনিশ্চয়তা তৈরি হয়েছে। দেশ গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে।
যারা মব তৈরি করে লুটপাট ও পেশিশক্তি দেখিয়েছে এতদিন, তারা আর তাদের নিয়ন্ত্রণ করতে পারছেন না। পুলিশ ও প্রশাসনকে কাজে লাগাতে না পারলে মব দিয়ে নির্বাচন করবে এ সরকার। সেই মবের নির্বাচন কী সমর্থন পাবে? আমরা চাই, একটি ভালো নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার দেশ চালাবে।’
সরকার একতরফা নির্বাচনের দিকে যাচ্ছে দাবি করে জি এম কাদের বলেন, ‘সংস্কার ও বিচার একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। বিচারের জন্য ৫০ বছর অপেক্ষা করতে পারেন না। এই সরকারের সংস্কার কেউ গ্রহণ করছে না।
নারী সংস্কার, এনবিআর সংস্কার, মিডিয়ার সংস্কার কেউ গ্রহণ করেনি। কারণ তারা একটি বৃহত্তর রাজনৈতিক দলকে অর্থাৎ ৫০ ভাগ লোককে বাদ দিয়ে সংস্কারের কথা বলছেন। একতরফা নির্বাচনের দিকে যাচ্ছেন তারা।’
জিএম কাদের বলেন, ‘আওয়ামী লীগের আমলে বলেছিলাম, বিএনপি-জামায়াতকে ছাড়া নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে না। সেই নির্বাচন দেশে ও দেশের বাইরে সমর্থন পাবে না। এই সরকারকেও বলব, আওয়ামী লীগ বর্তমানে আধমরা অবস্থায় আছে, এরপরও আওয়ামী লীগকে ভয় পাচ্ছেন।’
জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জাপা মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। অন্যান্যের মধ্যে প্রেসিডিয়াম সদস্য ও মহানগর জাতীয় পার্টি সাধারণ সম্পাদক এস এম ইয়াসীর, জেলা জাতীয় পার্টির সভাপতি আজমল হোসেন লেবু, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।