লাইফস্টাইল ডেস্ক : বেঁচে থাকতে গেলে শুধু খাওয়া-পরা আর আশ্রয় পেলেই চলে না, চাই ভালোবাসাও। অথচ এই ভালোবাসা নিয়েই যত গন্ডগোল। কেননা চাইলেই তো আর ভালোবাসা পাওয়া যায় না! অনেকেই হয়তো কষ্ট করে ভালোবাসার মানুষকে খুঁজে পান।
কিন্তু তিনি যাকে ভালোবাসেন, সেও কি তাকে ভালোবাসে? তবু ভালোবাসার খেলাটা এমনই, আমার ওপর দিকের মানুষটি আমাকে ভালোবাসছে কিনা তা না জেনেই আমরা আমাদের ভালোবাসার মানুষটিকে একতরফাভাবে ভালোবেসেই যাই।
মানুষ কেন একতরফা ভালোবেসে যায়?
বিষয়টি নিয়ে গবেষণা ও বিশ্লেষণ করতে গিয়ে নানা তথ্য পেয়েছেন মনোবিদরা। খুঁজে পেয়েছেন এর কারণ। কী কারণ? মনোবিদরা বলেছেন, ভালোবাসা আসলে অনেকের কাছেই একটা অভ্যাসে পরিণত হয়। পুরোনো অভ্যাস ভাঙতে চায় না মানুষ। তাই ভালোবাসার মানুষটি তাকে ভালোবাসছেন কি না তা না জেনেও তিনি তাকেই ভালোবেসে যান। নতুন মানুষকে আর খুঁজতে চায় না তার মন।
‘চাইল্ডহুড রিলেশনশিপ’ অনেক সময়ই টেকে না অনেকের জীবনে। কিন্তু তবুও মানুষ বাল্যস্মৃতিটুকু উপভোগের জন্য অনেক সময়েই ফিরে ফিরে বাল্যপ্রেমকে স্মরণ করেন। বাল্যপ্রেম যে শুধু ভুলতে চান না, তাই নয়, বাল্যপ্রেমকেই আঁকড়ে ধরে থাকেন।
স্কুটি কিনলেন ৭১ হাজার দিয়ে, নম্বরপ্লেটে গেলো প্রায় সাড়ে ১৫ লাখ রুপি
মানুষ তার কমফোর্ট জোনে থাকতে বেশি পছন্দ করেন। তাই প্রেমের ক্ষেত্রেও তার ব্যতিক্রমটা ঘটে না। পার্টনার শীতল, অনুভূতিহীন হলেও এদিকের মানুষটি সেই কমফোর্ট জোনের উত্তাপে থাকার জন্যই তাকেই অযথা অকারণে একতরফাভাবে ভালোবেসে যান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।