জুমবাংলা ডেস্ক : বিএনপির সাবেক এমপি রুমিন ফারহানা একটি বেসরকারি গণমাধ্যমের টকশোতে বলেছেন, এই সরকারের দুইটি জিনিস আমি খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছি, একটি হলো ম্যানুফ্যাকচারিং কনসার্ন, মানুষ কী চায়, মানুষ কী ভাববে, মানুষের কী মত, মানুষ কোন রাজনীতি দেখবে সেটা খুব সুচারুভাবে এই সরকার করছে৷
আর দুই হচ্ছে, এই সরকারের পিআর অসাধারণ। সেই পিআরের ফল আসলে আমরা বাংলাদেশে কতটুকু তুলতে পারব সেই প্রশ্ন থেকেই যায়। ড. মোহাম্মদ ইউনূস তিনি পিআরের ব্যাপারে অতি দক্ষ মানুষ। তিনি তার দক্ষতাকে সর্বোচ্চ পর্যায়ে কাজে লাগাচ্ছেন।
তিনি আরো বলেন, প্রধান উপদেষ্টা হিসেবে যিনি এসেছেন, আমরা তার মুখে বারবার শুনি তিনি রাজনীতি করতে চান না, রাজনীতির ব্যাপারে তার বিন্দুমাত্র আগ্রহ নেই তিনি যখন ঈদের পরে সকালবেলা মানুষের সাথে হাত মেলান তখন ৫ বছর, ৩ বছর থাকার একটা রব উঠে।
তার আগে থেকেই সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ক্যাম্পেইনে এটা দেখা গেছে। সারজিসও আলমও বলেছেন নির্বাচিত সরকারে প্রধান উপদেষ্টাকে চান তিনি। ওই যে একটা ইন্ডিকেশন এইটা বাড়ছে, আর বাড়তে থাকবেই বলে আমরা মনে করছি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।