জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘মরহুমা বেগম খালেদা জিয়া এ দেশের মানুষের অধিকার রক্ষায় যে ত্যাগ স্বীকার করেছেন, তা এ দেশের ইতিহাসে এক উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে।’

বৃহস্পতিবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যান জামায়াত আমির। সেখান থেকে ফিরে নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এ কথা লেখেন তিনি।
জামায়াত আমির লেখেন, ‘আজ বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হই। মূলত বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক আপসহীন নাম, মরহুমা বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতেই এই সাক্ষাৎ।’
তিনি আর লেখেন, ‘আমরা পরম করুণাময় আল্লাহর কাছে তার রূহের মাগফিরাত কামনা করছি এবং তাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করার দোয়া করছি। শোকের এই মুহূর্তে দেশের গণতন্ত্রকামী মানুষের ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। মরহুমা বেগম খালেদা জিয়া ঐক্যের যে পাটাতন তৈরি করে দিয়ে গেছেন, আমরা যেন বাংলাদেশের স্বার্থে সেই ঐক্য সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। আল্লাহ আমাদের সহায় হোন।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


