জুমবাংলা ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় আজকাল বিভিন্ন ধরনের প্রশ্নগুলি ভাইরাল হতে দেখা যায়। এছাড়া এগুলি যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে। তবে এমন কিছু প্রশ্ন রয়েছে যেগুলো বইতে থাকেনা, বুদ্ধিমত্তার জোরেই দিতে হয়। এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হল।
১) প্রশ্নঃ উড়োজাহাজের চাকা কোন গ্যাস দ্বারা ভর্তি থাকে?
উত্তরঃ নাইট্রোজেন গ্যাস (Nitrogen) দ্বারা উড়োজাহাজের চাকা ভর্তি করা হয়।
২) প্রশ্নঃ ভারতের সবচেয়ে পরিষ্কারতম শহর কোনটি?
উত্তরঃ ইন্দোর (Indore) হলো ভারতের সবচেয়ে পরিষ্কারতম শহর।
৩) প্রশ্নঃ ISRO এর পুরো নাম কী?
উত্তরঃ ISRO এর পুরো নাম Indian Space Research Organization (ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা)।
৪) প্রশ্নঃ সাপ তার বারবার জিভ বের করে কেন?
উত্তরঃ সাপ তার জিভ দিয়ে গন্ধ শোকে এবং অক্সিজেন নেয়।
৫) প্রশ্নঃ অতীতে রকেটে জ্বালানি হিসেবে কী ব্যবহার করা হতো?
উত্তরঃ বারুদ (Gunpowder)।
৬) প্রশ্নঃ কোন বিজ্ঞানী রক্তের গ্রুপ আবিষ্কার করেছিলেন?
উত্তরঃ কার্ল ল্যান্ডস্টাইনার (Carl Landsteiner) ১৯০১ সালে রক্তের গ্রুপ আবিষ্কার করেছিলেন।
৭) প্রশ্নঃ চিনির পাত্রে কী রাখলে পিঁপড়ে ধরে না?
উত্তরঃ চিনির পাত্রে লবঙ্গ (Cloves) রাখলে পিঁপড়ে ধরে না।
৮) প্রশ্নঃ নীল আর্মস্ট্রং চাঁদের বুকে কতক্ষণ ছিলেন?
উত্তরঃ নীল আর্মস্ট্রং (Neil Armstrong) ২ ঘণ্টা ১৩ মিনিট চাঁদের বুকে কাটিয়েছিলেন।
৯) প্রশ্নঃ কোন জায়গায় গেলে আপনি দিনে ১৬ বার সূর্যোদয় ও সূর্যাস্ত দেখতে পাবেন?
উত্তরঃ ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন (International Space Station) থেকে দিনে ১৬ বার সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায়।
১০) প্রশ্নঃ বলুন তো দেখি মানুষের কোন অঙ্গ সবসময় ভিজে থাকে?
উত্তরঃ আসলে, মানুষের জিভের কথা বলা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।