অনেক সিনেমা মুক্তি পাচ্ছে, কিন্তু দর্শক নামই জানেন না : নিরব

Nirob

বিনোদন ডেস্ক : কখনো যুক্তরাষ্ট্র, কখনো ব্যাঙ্কক তো আবার কখনো কাতার সফর—গেল কয়েক মাসে এটাই যেন রুটিন চিত্রনায়ক নিরবের। না কোনো ব্যক্তিগত কাজে নয়, অফিশিয়াল ট্যুর। মানে কাজের সূত্রেই সেখানে যাওয়া। এর বাইরে রয়েছে বিজ্ঞাপন, সিনেমার শুটিং।

Nirob

সব মিলিয়ে বেশ চাঙ্গা একটা সময় পার করছেন এই নায়ক। তার সাম্প্রতিক সময়ের নানা ব্যস্ততা নিয়ে কথা হয় দেশের জনপ্রিয় একটি গণমাধ্যমের সাথে। জেনে নিন সেসবের বিস্তারিত

সাম্প্রতিক ব্যস্ততা
এখন ব্যস্ততা বলতে বিজ্ঞাপন, বিভিন্ন এন্ডোরসমেন্টের কাজ নিয়েই। আফগানিস্তানের পামি কোলার বিজ্ঞাপন করেছি এর মধ্যে।

পামি কোলার যারা ডিস্ট্রিবিউটর তাদের সঙ্গে ব্র্যান্ডটির (পামি কোলার) বাংলাদেশি শুভেচ্ছাদূত হিসেবে চুক্তিবদ্ধ হয়েছি। পাশাপাশি সিনেমার শুটিং তো রয়েছেই। এই মাসে সিনেমার শুটিং করেছি। আবার সামনেও রয়েছে।

বিদেশ সফর
হ্যাঁ, এটা ঠিক। গত বছরের অনেকটা সময় দেশের বাইরেই ছিলাম। প্রায় চার মাস ১১ দিনের মতো। যুক্তরাষ্ট্র, ব্যাঙ্কক, কাতার, মালয়েশিয়া, দুবাই, ভারতসহ আরো কিছু দেশে গিয়েছিলাম অফিশিয়াল ট্যুরে। এর বাইরে অংশ নিয়েছি কিছু অ্যাওয়ার্ড অনুষ্ঠানেও।

বেশ ভালোই সময়য় কেটেছে। সামনেও মে-জুনে আবার আরো কিছু দেশে সফর করা হবে। তার আগে দেশে হাতে রাখা কাজগুলো শেষ করে নেব।

ভালো-মন্দে বিদায়ি বছর
গেল বছরটা ভালো আর মন্দের মিশেলেই কেটেছে। কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। সিনেমা রিলিজ হয়েছে, আর সঙ্গে বিভিন্ন দেশ ট্যুর তো ছিলই। তারপর তো দেশে সরকার পতন হলো। শুধু শোবিজ অঙ্গনই নয়, পুরো দেশেই একটা অস্থির অবস্থা কাজ করছিল। সিনেমা থেকে শুরু করে অনেক কাজই অনেকটা সময় বন্ধ ছিল। কিছুটা সময় লেগেছে যদিও একটু একটু করে আবার সব কিছু স্বাভাবিক হয়। ভালো ভালো সিনেমা মুক্তি পেয়েছে শেষের দিকে। দর্শকরাও একটু একটু করে আবার হলমুখী হচ্ছে।

পঁচিশের প্রত্যাশা
আমি সব সময়ই আশাবাদী মানুষ। সব সময় কাজ নিয়ে থাকতেই পছন্দ করি। ৫ আগস্টের পর অনেক দিন তো কোনো সিনেমা মুক্তি পায়নি, সেভাবে নতুন কাজও শুরু হচ্ছিল না। সেই অস্থিরতা কাটিয়ে এখন কিন্তু অনেকটাই স্বাভাবিক। গেল বছরের শেষটাও কিন্তু বেশ সুন্দর ছিল। ভালো ভালো সিনেমা মুক্তি পেয়েছে। মেহজাবীনের ‘প্রিয় মালতী’, জয়া আহসানের ‘নকশী কাঁথার জমিন’, তারপর মৌসুমী হামিদের ‘নয়া মানুষ’। এরপর নতুন বছরের শুরুর মাসেই একাধিক সিনেমা মুক্তি পাচ্ছে। আবারও সিনেমা নিয়ে সব জায়গায় আলোচনা হচ্ছে। সব কিছু কিন্তু বেশ পজিটিভ। এরপর ভালোবাসা দিবসেও সিনেমা আসছে। তারপর তো ঈদই।

ঈদকে ঘিরে আবারও ইন্ডাস্ট্রি চাঙ্গা হয়ে উঠবে। তবে আমার কথা হচ্ছে, ‘ঈদের সময়টাতে সিনেমা নিয়ে যে পরিমাণ আলোচনা হয় বছরের অন্যান্য সময়েও এমনটা হলে আমাদের ইন্ডাস্ট্রিটা আরো অনেক এগিয়ে যেত। এর জন্য অবশ্যই ভালো ভালো সিনেমা প্রয়োজন। আর সবচেয়ে বেশি যেটা প্রয়োজন, সেটা হচ্ছে প্রচারণা। এক শাকিব খান ছাড়া বাকি অন্য কারো সিনেমা নিয়ে কিন্তু এতটা আলোচনা হয় না। অনেক সিনেমাই মুক্তি পাচ্ছে, কিন্তু দর্শক জানেনই না সেটা। কারণ তাদের পর্যন্ত সেটা পৌঁছায় না। দেশের অনেক জায়গা আছে, যেখানে মানুষজন সিনেমার নামই জানে না, কবে মুক্তি পাচ্ছে সেসব তো পরে। এর জন্য সঠিক প্রচারণা প্রয়োজন। এদিকে প্রযোজক, পরিচালকদের মনোযোগ দিতে হবে।’

নতুন সিনেমা
‘কয়লা’ ও ‘স্পর্শ’ সিনেমা দুটি মুক্তির অপেক্ষায় রয়েছে। এ বছরই মুক্তি পাবে। তা ছাড়া একটা সিনেমার শুটিং করছি। এটা ছাড়াও আরো নতুন দুটি সিনেমা নিয়ে কথা হচ্ছে। আগামী মাসে হয়তো কোনো সুখবর দিতে পারব।