লাইফস্টাইল ডেস্ক : অ্যালোভেরাতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, সোডিয়াম, আয়রন, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, পটাশিয়াম, ফলিক অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড ও ভিটামিন এ, ভিটামিন বি ২ , ভিটামিন বি ৬।
অ্যালোভেরা রূপচর্চা থেকে শুরু করে বিভিন্ন প্রকার আয়ুর্বেদিক ঔষধি হিসাবেও ব্যবহার করা হয়। অ্যালোভেরাতে রয়েছে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান, যা ছোটখাটো পুড়ে যাওয়া বা কেটে যাওয়া ক্ষতস্থানগুলো খুব দ্রুত সারিয়ে তোলে।
হজম জনিত সমস্যা থেকে দ্রুত মুক্তি দিতে পারে অ্যালোভেরা। হজম জনিত সমস্যা থাকলে প্রতিদিন অ্যালোভেরা জুস খান। অ্যালোভেরা রেচনযন্ত্র কে নানা ধরনের ক্ষতিকর ব্যাকটেরিয়ার হাত থেকে বাঁচাতে সাহায্য করে।
চুলের যাবতীয় সমস্যার অন্যতম সমাধান অ্যালোভেরা। খুশকি বা চুল পড়ার সমস্যায় মাথায় অ্যালোভেরা জেল মাখলে উপকার মিলবে
শরীরের ওজন কমাতে অ্যালোভেরা জুস খুবই কার্যকরী। অ্যালোভেরায় প্রচুর পরিমাণে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান উপস্থিত রয়েছে, যা শরীরের বাড়তি মেদ কমাতে সাহায্য করে।
ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে অ্যালোভেরার জুস খুবই কার্যকরী। অ্যালোভেরার রস রক্তে গ্লুকোজের পরিমাণ কমিয়ে আনতে সাহায্য করে। যার ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে।
অ্যালোভেরায় রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান। যা মানুষের দেহের কোলেস্টরলের মাত্রা কমিয়ে দেয়। শরীরে কোলেস্টেরলের মাত্রা কমে যাওয়ার ফলে, দেহ থেকে দূষিত রক্ত বেরিয়ে যায়। ফলে হার্ট সুস্থ থাকে।
ত্বক ও চুলের পরিচর্যায় অ্যালোভেরা অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। ব্রণর সমস্যা অ্যালোভেরা উপকারী। প্রতিদিন রাতে শুতে যাওয়ার আগে অ্যালোভেরার জেল লাগাতে পারেন। এতে উপকার মিলবে।
কোলেস্টেরল কমাতে অ্যালোভেরার কার্যকরী ভূমিকা রয়েছে। তাই শরীরের কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে রোজ নিয়ম করে অ্যালোভেরা জুস খেতে পারেন।
যাঁরা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভোগেন তাঁরা প্রতিদিন অ্যালোভেরার জুস খাওয়া অভ্যাস করুন। এতে উপকার মিলবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।