আন্তর্জাতিক ডেস্ক : ব্যাগের মধ্যে রাখা নানা প্রজাতির অসংখ্য সাপ। রয়েছে বিশেষ প্রজাতির বাঁদরও। একটা-দুটো নয়, মোট ৭২টি সাপ এবং ছ’টি বাঁদর! এমন একটি ব্যাগ ঘিরেই হইচই পড়ে গিয়েছে বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে। শুক্রবার এই ঘটনার কথা প্রকাশ্যে এসেছে।
ব্যাগটি উদ্ধার করেছেন বিমানবন্দরের শুল্ক দফতরের আধিকারিকেরা। উদ্ধার করা হয়েছে ৫৫টি বল পাইথন, ১৭টি কিং কোবরা। এ ছাড়াও উদ্ধার করা হয়েছে ছ’টি ক্যাপুচিন প্রজাতির বাঁদর। সাপগুলি জীবিত থাকলেও বাঁদরগুলিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
শুল্ক দফতর জানিয়েছে, সাপ এবং বাঁদরগুলি ব্যাগের মধ্যে চাপাচাপি করে রাখা হয়েছিল। এয়ার এশিয়ার বিমানে ছিল ব্যাগটি। ব্যাঙ্কক থেকে বেঙ্গালুরুগামী ওই বিমানে কে ওই ব্যাগটি রেখেছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। গত বুধবার রাত সাড়ে ১০টায় ব্যাগটি উদ্ধার করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।