ভিন্ন ভিন্ন চরিত্রে তটিনী

তটিনী

বিনোদন ডেস্ক : এ প্রজন্মের আলোচিত অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। বিজ্ঞাপন দিয়ে মিডিয়ায় কাজ শুরু করলেও এখন নাটকের নিয়মিত মুখ। একের পর এক ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে মুগ্ধতা ছড়িয়েছেন তিনি।

তটিনী

প্রতিনিয়ত নতুন রূপে হাজির হচ্ছেন এই অভিনেত্রী। কয়েক দিন আগে ‘রঙিন আশা’ নাটকে কারওয়ান বাজারে মাছ কাটার দৃশ্যে অভিনয় করে আলোচনায় আসেন তটিনী। এবার এই তরুণ অভিনেত্রীকে দেখা যাবে ঢাকার অদূরে গোলাপ গ্রামে, যেখানে তিনি যুদ্ধ করছেন ফুল শ্রমিকের জীবন ও প্রেমিকার চরিত্রে। ‘গোলাপ গ্রাম’ নামের এই নাটকটি নির্মাণ করেছেন রুবেল হাসান। মেজবাহ উদ্দিন সুমনের চিত্রনাট্যে এতে তটিনীর বিপরীতে আছেন ইয়াশ রোহান।

নির্মাতা জানান, এই নাটকের মাধ্যমে মূলত গোলাপ গ্রামের ফুল তোলা শ্রমিকদের জীবন যুদ্ধের গল্প তুলে ধরার চেষ্টা করেছেন। যেখানে ফুল তোলা শ্রমিকের চরিত্রে তটিনী আর ফুল বিক্রেতার চরিত্রে অভিনয় করেছেন রোহান। গোলাপের এই দুই শ্রমিকের মধ্যে গড়ে ওঠে প্রেম। যদিও মহাজন কুতুব মিয়া তাদের গোলাপ জীবনে ধরা দেয় কাঁটা হয়ে। এবারের ঈদ আয়োজনে ‘গোলাপ গ্রাম’ নাটকটি প্রচার হবে সিএমভির ইউটিউব চ্যানেলে। চলতি মাসে বৈশাখী টেলিভিশনে প্রচারিত ভিকি জাহেদের ‘চিহ্ন’ নাটকে এক ভিন্ন চরিত্রে দেখা গেছে তটিনীকে।

বছরের শুরুতে চট্টগ্রামে ঘটে যাওয়া একটি সত্য ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত নাটক ‘এক জীবনে’। এ নাটকে একেবারে অন্যরকমভাবে দেখা গেছে তটিনীকে। পুরো নাটকে তিনি অভিনয় করেছেন এক অসুস্থ প্রেমিকার চরিত্রে। এ নাটকে তার মেকআপ ও গেটাও দর্শকদের নজর কেড়েছিল। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন রিফাত আদনান পাপন। এর আগে তটিনীকে দেখা গেছে ‘অতীতপুর’ নাটকে। ফারহাদ আহমেদ ইশানের পরিচালনায় এতে তিনি অভিনয় করেন একজন বাকপ্রতিবন্ধী কিশোরীর ভূমিকায়।

রেখাকে বিয়ে করতে চেয়েছিলেন সালমান খান! কী হল তারপর?

নাটকজুড়ে তটিনীর কোনো সংলাপ না থাকলেও তার অভিনয় ব্যাপক প্রশংসিত হয়। এতে তার বিপরীতে অভিনয় করেন ইয়াশ রোহান। গত বছর ঈদের প্রায় ১৫টি নাটকে অভিনয় করে দর্শক সাড়া ফেলেছিলেন এই অভিনেত্রী। তারই ধারাবাহিকতায় আসছে ঈদের নাটক নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। তটিনী বলেন, ‘এখন ঈদের নাটক নিয়ে কাজ করছি। এবারের ঈদে কতটি নাটক প্রচার হবে এই মুহূর্তে সেটি বলা সম্ভব নয়। তবে ইতিমধ্যে বেশ কয়েকটি নাটকের শুটিং শেষ করেছি।’