যুক্তরাজ্যে বন্ধ হতে যাচ্ছে অনেক বিশ্ববিদ্যালয়!

যুক্তরাজ্যে বিশ্ববিদ্যালয়

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যে বিশ্ববিদ্যালয়গুলোর আয়ের বেশিরভাগ অংশ আসে ফরেন স্টুডেন্টদের দেওয়া ফি থেকে। কিন্তু নেট মাইগ্রেশন কমাতে সরকার নানা ধরনের বিধিনিষেধ আরোপ করেছে। ফলে সে দেশে নাটকীয়ভাবে কমতে শুরু করেছে ফরেন স্টুডেন্ট সংখ্যা। আর এতে আয়ও কমেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের।

যুক্তরাজ্যে বিশ্ববিদ্যালয়

এ অবস্থায় হায়ার এডুকেশন কন্ট্রোলারের বার্ষিক রিপোর্টে বলা হয়েছে, ইংল্যান্ডের ক্রমবর্ধমান সংখ্যক বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাওয়ার একটি ম্যাটেরিয়াল রিস্কে রয়েছে। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোকে খরচ কমাতে হবে অথবা তাদের একীভূত হতে হবে।

অফিস ফর স্টুডেন্টসের প্রতিবেদনে বলা হয়েছে, ন্যাটিভ স্টুডেন্টদের ফি কম হওয়ায় বিশ্ববিদ্যালয়গুলো আয়ের জন্য ফরেন স্টুডেন্টদের উপর অতিমাত্রায় নির্ভরশীল। কিন্তু প্রত্যাশিত আয় কমে যাওয়ায় এ বছর ইংল্যান্ডের ৪০ শতাংশ বিশ্ববিদ্যালয় বাজেট ঘাটতির সম্মুখীন হতে পারে। অফিস ফর স্টুডেন্টসের চিফ এক্সিকিউটিভ সুসান ল্যাপওয়ার্থ বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানের আর্থিক সক্ষমতা এবং এনার্জি উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে। তাই বেশির ভাগ প্রতিষ্ঠানকে তাদের ফাইন্যান্সিয়াল মডেল পরিবর্তন করতে হবে অথবা অদূর ভবিষ্যতে বন্ধ হওয়ার ঝুঁকিতে থাকতে হবে। অনেক বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে তাদের দীর্ঘমেয়াদি সুরক্ষা স্কিমের জন্য কাজ শুরু করেছে।

তারা তাদের প্রতিষ্ঠানের শেপ এবং সাইজ কমানো সম্পর্কে কঠিন সিদ্ধান্ত নিচ্ছে। তিনি আরও বলেন, এক্ষেত্রে অনেক ইউনিভার্সিটি কিছু সার্ভিস অন্যদের সঙ্গে একীভূত করছে, অনেকে আবার সেন্ট্রালাইজ করছে। কোর্সের মান ঠিক রাখা এবং ছাত্রদের স্বার্থ রক্ষা করার জন্য এসব পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এদিকে বিধিনিষেধের কারণে ইতোমধ্যে মাস্টার্স কোর্সের জন্য ফরেন স্টুডেন্ট আবেদন সংখ্যা ২৭ শতাংশ হ্রাস পেয়েছে।

এদিকে অফিস ফর স্টুডেন্টস বলছে, সরকারি পলিসি অব্যাহত থাকলে ২০২৭ সালের মধ্যে প্রতি পাঁচটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে চারটি রেড জোনে পড়ে যাবে।

জানা গেছে, বর্তমানে ফরেন স্টুডেন্টরা পড়াশোনা শেষ করার পর দুই থেকে তিন বছর ব্রিটেনে অবস্থান করতে পারে। হোম সেক্রেটারি জেমস ক্লিভারলি এবার এ গ্র্যাজুয়েট ভিসা রুটেও বিধি-নিষেধের কথা বিবেচনা করছেন।

ডিপ্লোমা প্রকৌশলীদের বিএসসি (পাস) সমমান নিয়ে কিছু কথা

বিশ্ববিদ্যালয়গুলো বলছে- গ্র্যাজুয়েট ভিসা রুটের এ সিস্টেম ফরেন স্টুডেন্টদের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু। এটা বাতিল হয়ে গেলে হায়ার এডুকেশন সেক্টরে ব্রিটেন তার বৈশ্বিক অবস্থান হারাবে।