মারা গেলেন গ্লক বন্দুকের আবিষ্কারক

হ্যান্ডগানের আবিষ্কারক গ্যাস্টন গ্লক

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বজুড়ে জনপ্রিয় বন্দুক গ্লক হ্যান্ডগানের আবিষ্কারক গ্যাস্টন গ্লক মারা গেছেন। মৃত্যুর সময় অস্ট্রিয়ান এই প্রকৌশলীর বয়স হয়েছিল ৯৪ বছর। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

হ্যান্ডগানের আবিষ্কারক গ্যাস্টন গ্লক

প্রতিবেদনে বলা হয়, তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে গ্লক কোম্পানি। তবে কোনো কারণ বলা হয়নি। ধারণা করা হচ্ছে, বার্ধক্যজনিত কারণেই তার মৃত্যু হয়েছে।

গ্লক বন্দুক বিশ্বজুড়ে নিরাপত্তা বাহিনী, সামরিক বাহিনীর সদস্যসহ কোটি কোটি নিরাপত্তা কর্মী এই বন্দুক ব্যবহার করে। হলিউড ব্লকবাস্টার দ্য ম্যাট্রিক্স সিনেমাতেও এই বন্দুক প্রদর্শন করা হয়। তখন থেকে তুমুল জনপ্রিয় হয়ে পড়ে এই বন্দুক।

কাঁচা মরিচ গুঁড়া করে সারা বছর সংরক্ষণ করুন, জেনে নিন পদ্ধতি

বন্দুকের ব্যবসা করে গ্লক একজন বিলিয়নিয়ারে পরিণত হন। বেশিরভাগ সময়ই তিনি অস্ট্রিয়াল লেকফ্রন্টের বাংলোতে কাটাতেন। খুব বেশি আলোচনাও তাকে নিয়ে হতো না। সর্বশেষ ২০১২ সালে তাকে নিয়ে সংবাদ প্রকাশিত হয়।