স্পোর্টস ডেস্ক : বয়স কেবল ১৬ বছর। এরই মধ্যে ক্লাব বার্সেলোনা ও স্পেন জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্যদের একজন হয়ে উঠেছেন লামিনে ইয়ামাল। দারুণ প্রতিভাবান এই উইঙ্গারের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন জার্মান গ্রেট লোথার মাথেউস। তাকে ইতিহাসের সেরা ফুটবলারদের দুজন দিয়েগো মারাদোনা ও লিওনেল মেসির সঙ্গে তুলনা করেছেন তিনি।
জার্মানিতে চলমান ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে স্পেনের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে শুরুর একাদশে জায়গা করে নিয়েই ইতিহাসে নাম লেখান ইয়ামাল। ইউরোপ সেরা প্রতিযোগিতাটিতে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে অভিষেকের রেকর্ড গড়েন তিনি। দলের ৩-০ গোলের জয়ে একটি অ্যাসিস্টও করেন এই টিনএজার।
বার্সেলোনার একাডেমিতে বেড়ে ওঠা ইয়ামাল পরে জায়গা করে নেন মূল দলে। সেখানে দারুণ পারফরম্যান্স উপহার দিয়ে স্পেনের ইউরোর দলে জায়গা করে নেন তিনি। গত সেপ্টেম্বরে জাতীয় দলে অভিষেক হয় তার। আন্তর্জাতিক ফুটবলে এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে করেছেন দুটি গোল।
ইউরোয় গ্রুপ পর্বের শেষ ম্যাচে সোমবার আলবেনিয়ার বিপক্ষে দ্বিতীয়ার্ধে বদলি নামেন ইয়ামাল। এই ম্যাচে তার বলের নিয়ন্ত্রণ দেখে তাকে নিয়ে মুগ্ধতার কথা শোনান মাথেউস, ‘মারাদোনা, মেসি, আর এখন ইয়ামাল।’
তিন ম্যাচের সবগুলো জিতে গ্রুপ সেরা হয়ে শেষ ষোলোয় উঠেছে কোচ লুইস দে লা ফুয়েন্তের হাত ধরে বদলে যাওয়া স্পেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।