আন্তর্জাতিক ডেস্ক : ইরানে নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ মেরামত করার সময় ডুবে যাওয়ার ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় মিডিয়ার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজ।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, ইরানি নৌবাহিনীর ‘সাহান্দ’ নামের যুদ্ধজাহাজ এক পাশে কাত হয়ে আংশিক ডুবে গেছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএ রবিবার (৭ জুলাই) এক প্রতিবেদনে জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় আব্বাস বন্দরে নৌবাহিনীর ‘ফ্রিগেট সাহান্দ’ মেরামতের সময় ট্যাংকে পানি ঢুকে এ ঘটনা ঘটে।
রাষ্ট্রীয় গণমাধ্যম আরও জানিয়েছে, বেশ কয়েকজনকে সামান্য আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
নৌবাহিনীর একটি বিবৃতি উদ্ধৃত করে সরকারি বার্তা সংস্থাটি জানিয়েছে, ‘যখন সাহান্দ বন্দরে মেরামত করা হচ্ছিল, তখন জাহাজে পানি প্রবেশের কারণে এটি তার ভারসাম্য হারিয়ে ফেলে। সৌভাগ্যবশত…জাহাজটি দ্রুত ভারসাম্যে ফিরিয়ে আনা হয়েছে।’ তবে কখন দুর্ঘটনাটি ঘটেছে, তা নির্দিষ্ট করে বলা হয়নি বিবৃতিতে।
উত্তর ইরানের একটি পাহাড়ের নামে নামকরণ করা ‘সাহান্দ’ যুদ্ধজাহাজটি নির্মাণে ৬ বছর সময় লেগেছিল। ২০১৮ সালের ডিসেম্বরে এটিকে পারস্য উপসাগরে নামানো হয়।
১৩০০ টন ওজনের জাহাজটি ভূমি থেকে ভূমিতে এবং ভূমি থেকে আকাশে ক্ষেপণাস্ত্র ছুড়তে সক্ষম। এ ছাড়া অ্যান্টি-এয়ারক্রাফট ব্যাটারি, অত্যাধুনিক রাডার ও রাডার-এড়ানোর সক্ষমতা দিয়ে সজ্জিত। এটিকে চার থেকে আটটি মাঝারি পাল্লার এয়ার-ডিফেন্স ক্ষেপণাস্ত্র ও জাহাজবিরোধী ক্ষেপণাস্ত্রের সংখ্যা দ্বিগুণ করার জন্য আরও আপগ্রেড করা হয়েছে।
৪জি নেটওয়ার্কের সঙ্গে দুর্দান্ত সব ফিচার নিয়ে বাজার কাঁপাচ্ছে নোকিয়ার এই ফিচার ফোন
ইরানের যুদ্ধজাহাজ ডুবে যাওয়ার ঘটনা এটাই প্রথম নয়। ২০১৮ সালের জানুয়ারিতে নৌবাহিনীর দামাভান্দ নামের একটি ডেস্ট্রয়ার সাগরে ডুবে যায়। ২০২১ সালের জুনে খার্গ নামে আরেকটি যুদ্ধজাহাজ ওমান উপসাগরে আগুন ধরার পরে ডুবে গিয়েছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।