বিনোদন ডেস্ক : মিথিলা পালকর কয়েকটি ইউটিউব সিরিজে কাজ করে জনপ্রিয়তা পেয়েছেন। ওটিটিতেও অভিনয় করেছেন। ইরফান খান, সালমানের সঙ্গে ‘কারওয়া’ ছবিতে দেখা গেছে তাকে। এবার বাংলা গান গেয়ে আবারও মন জয় করলেন মারাঠি কন্যা। নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও আপলোড করেছেন মিথিলা।
যেখানে দেখা গেছে, তিনি টলিউডের ‘সোয়েটার’ সিনেমার ‘প্রেমে পড়া বারণ’ গানটি গাইছেন।
মারাঠি কন্যা বাংলা গানটি যে বেশ মন দিয়ে শিখেছেন তা শুনেই বোঝা গেছে। সেলফি ক্যামেরায় নিজেই ভিডিওবন্দি করেছেন গানটি। তার বাঙালি ভক্তরা ইতোমধ্যেই গানটি শেয়ার করতে শুরু করেছেন নেট দুনিয়ায়।
তবে এর আগেও বাংলা গান গেয়েছেন মিথিলা। ‘অন্তহীন’ ছবির ‘ফেরারি মন’ গেয়ে আপলোড করেছিলেন কোনো এক বৃষ্টির দিনে।
লতা মঙ্গেশকরের গাওয়া বাংলা গান ‘না যেও না-রজনী এখনও বাকি’ গানটিও গেয়েছেন। এবার ‘প্রেমে পড়া বারণ’ শুনে তার প্রেমে পড়ে যাচ্ছেন দর্শকেরা। পোস্টের মন্তব্যে তেমনটাই বোঝা যাচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।