জুমবাংলা ডেস্ক : এবছর মার্চে রমজান ও ঈদুল ফিতর ছাড়াও কয়েকটি ব্যাংক বন্ধ হওয়ার গুজবে ব্যাংক থেকে টাকা তুলে নিয়েছিল গ্রাহকরা। ফলে মানুষের হাতে থাকা নগদ টাকার পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২৫ হাজার কোটি টাকায়। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, দুই মাসে কমলেও মার্চে মানুষের হাতে থাকা টাকার পরিমাণ বেড়েছে ২ লাখ ৯৬ হাজার ৪৩১ কোটি। এতে ব্যাংকের বাইরে থাকা নগদ টাকার পরিমাণ দাঁড়িয়েছে ২৪ হাজার ৯৩৬ কোটি টাকায়।
এছাড়া এসময় ছাপানো টাকা ও বাজারে প্রচলিত টাকাও বেড়েছে।
খাত সংশ্লিষ্টরা বলছেন, মার্চে রমজান মাস থাকায় নগদ টাকার চাহিদা বেড়ে গিয়েছিল। আবার ওই মাসেই বেশ কিছু ব্যাংককে একীভূত করার সিদ্ধান্তের কারণে আমানত তুলে নেন গ্রাহকরা। ফলে মানুষের হাতে নগদ অর্থের পরিমাণ বেড়ে যায়।
এদিকে, জানুয়ারি থেকে মার্চ, এই তিন মাসে ব্যাংক খাতে প্রায় ৪০ হাজার কোটি টাকা আমানত বেড়েছে বলে জানানো হয়েছে প্রতিবেদনে। ফলে, মার্চ শেষে ব্যাংক খাতে আমানতের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ২৩ হাজার ৫০৬ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়, ডিসেম্বর শেষে ব্যাংক খাতে আমানতের পরিমাণ ছিল ১৮ লাখ ৮৩ হাজার ৭১১ কোটি টাকা। তবে মার্চ শেষে তা বেড়ে দাঁড়ায় ১৯ লাখ ২৩ হাজার ৫০৬ কোটি টাকায়। সেই হিসেবে ব্যাংক খাতে সুদসহ আমানত বেড়েছে ৩৯ হাজার ৭৯৫ কোটি টাকা।
গত বছরের একই সময়ের চেয়ে যা ১ লাখ ৬১ হাজার ২০২ কোটি টাকা বেশি। এ সময়ে আমানতের পাশাপাশি সুদ হারও বেড়েছে।
ব্যাংক খাত সংস্কারে নানা উদ্যোগের ফলে এ খাতে মানুষের আস্থা ফিরতে শুরু করায় আমানত প্রবৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়েছে বলে মত খাত সংশ্লিষ্টদের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।