এআইয়ের মাধ্যমে ডিজিটাল উপায়ে ফিরে আসা প্রয়াত তারকাদের তালিকায় এবার যোগ হল জনপ্রিয় মার্কিন অভিনেত্রী, মডেল ও গায়িকা মেরিলিন মনরো’র নাম।
অনুমতি ছাড়াই বিভিন্ন তারকাকে ডিজিটাল উপায়ে ফিরিয়ে আনার প্রবণতা নিয়ে সাম্প্রতিক বছরগুলোয় প্রচুর সমালোচনা চলছে। এমনকি তারকারা মারা যাওয়ার পর বা বেঁচে থাকাকালীনও তাদের ডিজিটাল অবয়ব তৈরি হচ্ছে।
প্রয়াত তারকাদের কণ্ঠস্বর ও মুখের অবয়ব নতুন করে তৈরির এই ‘বিরক্তিকর’ প্রবণতা নিয়ে গত বছর নিন্দা করেছিলেন ‘লিসা ফ্রাঙ্কেনস্টাইন’ সিনেমার পরিচালক ও প্রয়াত মার্কিন অভিনেতা রবিন উইলিয়ামসের কন্যা জেলডা উইলিয়ামস। এর আগে এ একই সমস্যা নিয়ে প্রতিবাদ করতে দেখা গেছে হলিউডের বিভিন্ন অভিনয়শিল্পীকেও।
এআই ক্লোনিং নিয়ে নৈতিক সমস্যা থাকলেও বিভিন্ন কোম্পানি এ ধরনের কাজ অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি ‘ডিজিটাল মেরিলিন’ নামের নতুন এআই চ্যাটবট উন্মোচন করেছে মানুষের ডিজিটাল সংস্করণ নিয়ে কাজ করা অ্যানিমেশন কোম্পানি ‘সোল মেশিনস’।
শুক্রবার সিডনির ‘এসএক্সএসডব্লিউ’ চলচ্চিত্র উৎসবে মার্কিন ব্র্যান্ড ব্যবস্থাপনা কোম্পানি ‘অথেনটিক ব্র্যান্ডস গ্রুপ (এবিজি)’র সঙ্গে যৌথভাবে মেরিলিনের বট সংস্করণের প্রথম ঝলক দেখায় নিজেদেরকে ‘বায়োলজিকাল এআই-পাওয়ার্ড ডিজিটাল পিপল’ হিসেবে পরিচয় দেওয়া কোম্পানিটি।
মনরো’র পাশাপাশি প্রয়াত পপ কিংবদন্তী এলভিস ও সাবেক বাস্কেটবল তারকা শাকিল ও’নিল ‘শ্যাক’সহ অনেক তারকারই ডিজিটাল স্বত্ব রয়েছে ‘এবিজি’র কাছে।
সোল মেশিনস এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেছে, জিপিটি ৩.৫ প্রযুক্তিতে চালিত ডিজিটাল মেরিলিন চ্যাটবটটি ‘অতি-বাস্তব’ ও এর অভিব্যক্তিও বেশ নান্দনিক, যেখানে প্রায় ২০ মিনিটের মতো কথোপকথন চালিয়ে যেতে পারে মেরিলিনের এই বট সংস্করণটি।
“এটা শুধু চমকপ্রদভাবে ছদ্মবেশই ধারণ করে না, বরং ডিজিটাল মেরিলিন এমন এক স্বচালিত ‘ডিজিটাল ব্যক্তি’, যা স্বাভাবিকভাবেই কথোপকথন চালাতে পারে। আর এর জবাবগুলোও সত্যিকারের বলে মনে হয়,” এক ব্লগ পোস্টে লিখেছে সোল মেশিনস।
“এতে মেরিলিনের নিজের ঝলকই খুঁজে পাওয়া যায়, যা নতুন করে আবির্ভূত হয়েছে এআই প্রযুক্তির আমলে। ফলে, তার একনিষ্ঠ বা কৌতুহলী নতুন ভক্তরাও বিশেষ এক উপায়ে তার সঙ্গে ব্যক্তিগতভাবে সংযোগ স্থাপনের সুযোগ পাবেন।”
৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে এক ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে ‘মেরিলিন মনরো এআই’কে জনসমক্ষে পরিচয় করিয়ে দেয় সোল মেশিনস।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।