আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় মারিউপোলে অবস্থানরত সর্বশেষ ইউক্রেনীয় সেনাদের আল্টিমেটাম দিয়েছে, হয় এখনই আত্মসমর্পণ কর নয়ত মর।
রাশিয়ার স্থানীয় সময় রবিবার ভোর ৬টা থেকে আত্মসমর্পণ করার সুযোগ শুরু হবে। খবর রয়টার্সের।
এর আগে স্থানীয় সময় শনিবার বিকেলে একটি বিবৃতি দেয় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। তারা জানায়, পুরো মারিউপোলের দখল এখন তাদের হাতে। মারিউপোলে অল্প কয়েকজন ইউক্রেনীয় সেনা এখনো আছে। কিন্তু তাদের আজভস্টালে অবরুদ্ধ করা ফেলা হয়েছে।
ওই সময় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছিলেন, যাদের অবরুদ্ধ করে ফেলা হয়েছে তাদের জীবন বাঁচানোর পথ একটিই। সেটি হলো স্বেচ্ছায় অস্ত্র ফেলে দিতে হবে এবং আত্মসমর্পণ করতে হবে।
রাশিয়া জানিয়েছে, মারিউপোল এখন তাদের দখলে। ফলে ইউক্রেনীয় সেনা যারা এখনো আছে তাদের স্বেচ্ছায় অস্ত্র ফেলে দেওয়ার আহ্বান জানিয়েছে তারা।
এদিকে মারিউপোল রুশদের হাতে চলে গেছে এ বিষয়টি বুঝতে পেরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি জানিয়েছিলেন, যাদের সেখানে অবরুদ্ধ করা হয়েছে তাদের যদি কোনো ক্ষতি করা হয়, হত্যা করা হয় তাহলে রাশিয়ার সঙ্গে আর আলোচনার টেবিলে বসবে না ইউক্রেন।
সূত্র: দ্য গার্ডিয়ান
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।