বিনোদন ডেস্ক : জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক মঙ্গলবার (৫ মার্চ) হঠাৎ করেই বন্ধ হয়ে যায়। এক ঘণ্টা পর চালু হতেই নেটিজেনরা নানারকম পোস্ট দিতে শুরু করেন। এ প্রসঙ্গে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী।
মঙ্গলবার (৫ মার্চ) দিবাগত রাত ৩টায় এ প্রসঙ্গে সুন্দর একটি স্ট্যাটাস দেন চঞ্চল। ফেসবুক বন্ধ হয়ে যাওয়ায় অভিনেতার মনে হয়েছিল তার আইডি বোধহয় চুরি হয়েছে।
আবার চালু হলে চঞ্চল ভাবেন, এ কোন নেশায় বুঁদ পুরো বিশ্ব। এ পুরো ঘটনা থেকে একটা বিষয় শেখার আছে বলেও মনে করেন চঞ্চল। অভিনেতার মতে, ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ সৎ উদ্দেশে এ জনপ্রিয় মাধ্যমটি তৈরি করেছিলেন। কিন্তু তা আমরা নেতিবাচকভাবেই ব্যবহার করছি।
পাঠকের জন্য অভিনেতা চঞ্চল চৌধুরীর ফেসবুক পোস্টটি তুলে ধরা হলো–
প্রথমে যখন ফেসবুকে ঢুকতে পারছিলাম না…ভেবেছিলাম হ্যাক হয়েছে। অনেক খারাপ লাগছিলো…যখন জানতে পারলাম সবারই একই অবস্থা, তখন বেশ ভালো লেগেছিল।
মনে মনে ভাবছিলাম, যাক সারা পৃথিবী থেকে একটা জঞ্জাল বিদায় হলো। এরপর যখন ফেসবুক ফিরে পেলাম, তখন মনে হলো, এই এক ঘণ্টার ফেসবুক হারানোর শোক অনেকের কাছে অতি প্রিয়জন হারানোর বেদনাকেও হার মানিয়েছে, হায়রে ফেসবুক…!
কোন নেশায় আক্রান্ত পুরো দেশ, পুরো বিশ্ব! আমিও এর বাইরে নই! এর থেকে কি আমরা কিছু শিখতে পারলাম? সবাই একটু ভাবুন।
এখনও আমরা সবাই পরীক্ষা করে দেখছি, অ্যাকাউন্টটা ঠিক আছে তো? ধন্য তুমি জুকারবার্গ/জাকারবার্গ! ভদ্রলোক হয়তো সৎ উদ্দেশ্যেই জিনিসটা তৈরি করেছিলেন, কিন্তু কথা একটাই। ফেনসিডিল ছিল কাশির সিরাপ, পরে সেটা হয়ে গেল নেশার দ্রব্য!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।