বিনোদন ডেস্ক : জনপ্রিয় ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি। সোশ্যাল মিডিয়ায় এখন আগের মতো সরব নন। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর তার ওপর নেতিবাচক প্রভাব পড়েছে এবং বর্তমানে সামাজিক মাধ্যমেও তার উপস্থিতি কমে গেছে। গত বছরের শেষভাগে তার বিয়ের খবরটি বেশ আলোচনায় ছিল।
সম্প্রতি তিনি আলোচনায় এসেছেন ফেসবুকে নতুন এক স্ট্যাটাস দিয়ে। সেখানে তিনি দাবি করেন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পক্ষ থেকে ‘দ্য প্রেসিডেন্টস ভলান্টিয়ার সার্ভিস অ্যাওয়ার্ড’ নামে একটি অ্যাওয়ার্ড পেয়েছেন।
আফ্রিদি জানিয়েছেন, স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডে অংশগ্রহণের জন্য তাকে এই সম্মাননা দেওয়া হয়েছে।
ফেসবুকে একটি স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘সকল প্রশংসা আল্লাহ তা’আলার। আমি বিশ্বাস করি মহান সৃষ্টিকর্তা সর্বদাই আমার সাথে আছেন এবং তিনিই সবচেয়ে বেশি আমার মঙ্গল চান। তার অশেষ মেহেরবানীতেই আমি আমেরিকার প্রেসিডেন্টের পক্ষ থেকে লাইফটাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত হলাম।’
তিনি আরও বলেন, ‘সবচেয়ে বড় ব্যাপার হলো আপনাদের ভালোবাসা পেয়েই আমি কিছু কাজ করেছি এবং তার ফলস্বরূপ এই ভলান্টিয়ার সার্ভিস অ্যাওয়ার্ডটি পেলাম। এরকম একটি গোল্ড মেডেল হয়তো অনেকেরই স্বপ্ন। কিন্তু সত্যি বলতে, আমি এই অ্যাওয়ার্ডের লোভে কখনোই কাজ করে যাইনি। আমি আপনাদের ভালোবাসা পাওয়ার জন্যই এগিয়ে গেছি এবং আজ দেখুন, আমি না চাইতেই এই অ্যাওয়ার্ডটি পেয়ে গেলাম।’
৮পদে ১৪২ জনকে নিয়োগ দেবে সিভিল সার্জনের কার্যালয়, আবেদন ফি ১১২
আফ্রিদি তার স্ট্যাটাসে আরও লেখেন, ‘যদিও আমার সবচেয়ে বড় চাওয়া ছিল আপনাদের সেই ভালোবাসা, যা হয়তো আমি অনেক সময় বঞ্চিত হয়েছি। তবে আমি এখনো বিশ্বাস করি, আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী। তিনিই হয়তো আমাকে সামনে এগোনোর সঠিক পথ দেখাবেন।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।