বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : লিনেক্স ইলেক্ট্রনিক্স বাংলাদেশ লিমিটেড বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে নতুন ফিচার ফোন ‘Marlex Star’। গ্রাহকদের প্রয়োজন ও সুবিধাকে গুরুত্ব দিয়ে তৈরি করা হয়েছে এই ফোনটি।
আকর্ষণীয় ডিজাইনের Marlex Star ফোনটিতে রয়েছে দুটি ডিসপ্লে, মিডিয়াটেক চিপসেট, ডুয়াল সিম সুবিধা, ২৫০০ এমএএইচ শক্তিশালী ব্যাটারি, স্বচ্ছ সাউন্ডের ২৬⌀২৬ স্পিকার, উজ্জ্বল আলোয় টর্চ লাইট, ভিডিও প্লেয়ার, সাউন্ড রেকর্ডার, এফএম রেডিও এবং ১০০০ নাম্বার সংরক্ষণের ফোনবুকসহ আরও নানা ফিচার।
আধুনিক প্রযুক্তিতে নির্মিত এবং স্টাইলিশ লুকের Marlex Star ফিচার ফোনটি দৈনন্দিন ব্যবহারের জন্য একেবারে উপযোগী।
লিনেক্স ইলেক্ট্রনিক্স বাংলাদেশ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার ইঞ্জিনিয়ার জনাব মো. নাহিদুল ইসলাম বলেন,
“আমরা অত্যন্ত আনন্দিত যে মারল্যাক্স ব্র্যান্ডের Marlex Star ফিচার ফোনটি গ্রাহকদের জন্য বাজারে আনতে পেরেছি। গ্রাহক সন্তুষ্টিই আমাদের মূল লক্ষ্য, আর এই ফোনটি সব ধরনের ব্যবহারকারীর জন্য উপযোগী হবে বলে আমরা বিশ্বাস করি।”
Marlex Star ফিচার ফোন, লিনেক্স ইলেক্ট্রনিক্স বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে গ্রাহকদের জন্য একটি নতুন ও নির্ভরযোগ্য সংযোজন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।